SSC GD 2026 Recruitment: ২৫,৪৮৭টি পদে কনস্টেবল জিডি নিয়োগ! কারা যোগ্য?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

চাকরি প্রার্থীদের জন্য সুখবর! স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নতুন চাকরির নোটিফিকেশন প্রকাশিত হলো। নিয়োগ করা হচ্ছে, এসএসসির তরফ থেকে কনস্টেবল জিডি (SSC GD) পদে। যেখানে মোট ২৫,৪৮৭ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। গতকাল থেকে শুরু হয়েছে অনলাইন আবেদন, তাহলে দেখে নিন কিভাবে আবেদন করবেন?

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন জানাতে হবে অনলাইনে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, বয়স কত থাকতে হবে, কতদিন পর্যন্ত চলবে অনলাইন আবেদন, বেতন কত রয়েছে, কোন পদে কতগুলো শূন্যপদ রয়েছে? বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের প্রতিবেদনে।

শূন্যপদের বিন্যাসঃ

Force Male Female Grand Total
SC ST OBC EWS UR Total SC ST OBC EWS UR Total
BSF 78 58 113 53 222 524 11 7 20 5 49 92 616
CISF 1918 1391 2958 1321 5547 13135 205 152 326 150 627 1460 14595
CRPF 870 32 1343 598 2523 5366 15 8 27 8 66 124 5490
SSB 257 167 412 176 752 1764 0 0 0 0 0 0 1764
ITBP 146 139 219 109 486 1099 24 25 38 16 91 194 1293
AR 161 302 278 157 658 1556 14 30 25 10 71 150 1706
SSF 3 2 6 2 10 23 0 0 0 0 0 0 23
Total 3433 2091 5329 2416 10198 23467 269 222 436 189 904 2020 25487

মাসিক বেতনঃ– উপরে উল্লেখিত পদে মাসিক বেতন থাকবে পে লেভেল ৩ অনুযায়ী, ২১ হাজার ৭০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬৯ হাজার ১০০ টাকা পর্যন্ত।

বয়সঃ- কনস্টেবল জিডি পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে ১৮ থেকে ২৩ বছর বয়সের মধ্যে। এছাড়াও সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

শিক্ষাগত যোগ্যতাঃ– উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ। আবেদনকারীকে অবশ্যই ০১/০১/২০২৬ এর মধ্যে মাধ্যমিক পাশ করা থাকতে হবে।

পরীক্ষা: কনস্টেবল জিডি পদে ইংরেজি, হিন্দির পাশাপাশি বাংলা সহ মোট ১৩ টি ভাষায় কম্পিউটার বেস্ট পরীক্ষা (CBT) হবে।

আবেদন পদ্ধতিঃ– আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য www.ssc.gov.in এর অফিসিয়াল পোর্টালে গিয়ে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল পোর্টাল ও নোটিশ ভালো ভাবে দেখে এরপর আবেদন করুন।

আবেদন ফিঃ– মহিলা, SC / ST এবং ESM প্রার্থীদের আবেদন ফি লাগবে না। কিন্তু বাকি জেনারেল ও OBC প্রার্থীদের অনলাইন ১০০ টাকা পেমেন্ট করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখঃ– ১লা ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত চলবে অনলাইন আবেদন। আবেদন করতে ভুল হলে সংশোধন করার সময়সীমা ৮ই জানুয়ারি ২০২৬ থেকে ১০ই জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত। পরীক্ষার সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারি ও এপ্রিল ২০২৬।

SSC GD 2026 Online Apply Link:- Click Now
SSC GD 2026 Recruitment Notification Download Link:- Download Now

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন