Bangla News Dunia, Pallab : অবশেষে SSC (Staff Selection Commission) প্রকাশ করল ২০২৫ সালের Multi Tasking Staff (MTS) এবং Havaldar পদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তির শূন্যপদ। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মাল্টি-টাস্কিং স্টাফ (MTS) পদের জন্য ৪,৩৭৫টি শূন্যপদ নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন : ‘ভোটার তালিকা থেকে যেন কারও নাম বাদ না যায়’, বিএলও’দের নির্দেশ মুখ্যমন্ত্রীর
অপরদিকে, হাভালদার( Havaldar) পদের শূন্যপদ বাড়িয়ে করা হয়েছে ১,০৮৯টি, যা আগে ছিল ১,০৭৫। অর্থাৎ নতুন করে ১৪টি পদ সংখ্যা বাড়িয়েছে।
২৪ জুলাই এস এস সি এম টি এস ( SSS MTS 2025) এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। আর নতুন করে কোনো আবেদনকারী আবেদন করতে পারবে না।
আগামীকাল, ২৯ জুলাই ২০২৫ থেকে MTS পরীক্ষার নিয়োগ প্রক্রিয়ার সংশোধনের লিঙ্ক চালু করবে। সংশোধনের শেষ তারিখ ৩১ জুলাই। নিয়োগ সংশোধনে প্রথমবার ২০০ টাকা ও দ্বিতীয়বার ৫০০ টাকা ফি দিতে হবে। শুধুমাত্র পূর্বে নিয়োগকারী প্রার্থীরাই এই সুবিধা পাবেন।
এবছর SSS MTS পরীক্ষা শুরু ২০ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর ২০২৫ পর্যন্ত। পরীক্ষাটি দুটি সেশনে (Two Sessions) অনুষ্ঠিত হবে
আরও পড়ুন : পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধন, দেখে নিন সকলের প্রয়োজনীয় গুরুত্বপুর্ন প্রশ্ন-উত্তর