SSC Result: অবশেষে অপেক্ষার অবসান! SSC পরীক্ষার রেজাল্ট শুক্রবার, ৩৫ হাজারেরও বেশি পদে নিয়োগের প্রথম ধাপ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

SSC Result: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। দীর্ঘ প্রতীক্ষার পর স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, আগামী শুক্রবারই এই ফলাফল ঘোষণা করা হতে পারে, যা রাজ্যের প্রায় ৫ লক্ষ ২৫ হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করবে।

সুপ্রিম কোর্টের নির্দেশে এই নিয়োগ প্রক্রিয়া নতুন করে শুরু হয়েছে। এর আগে প্রায় ২৬,০০০ চাকরি বাতিলের নির্দেশের পর শীর্ষ আদালতের তত্ত্বাবধানে এই পরীক্ষা নেওয়া হয়। গত ৭ই এবং ১৪ই সেপ্টেম্বর পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল। এবার তার ফলাফল প্রকাশের পালা।

দুটি পর্যায়ে ফল প্রকাশ করা হবে

স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, ফলাফল দুটি ধাপে প্রকাশ করা হবে।

  • প্রথম পর্যায়: আগামী শুক্রবার প্রথম পর্যায়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
  • দ্বিতীয় পর্যায়: এর ঠিক পরেই, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

এই পর্যায়ক্রমিক ফল প্রকাশের মাধ্যমে কমিশন গোটা প্রক্রিয়াটিকে আরও সরল ও স্বচ্ছ করতে চাইছে।

শূন্যপদ ও পরীক্ষার্থীর সংখ্যা

এবারের নিয়োগ প্রক্রিয়াটি একটি বিশাল কর্মযজ্ঞ। সব মিলিয়ে প্রায় ৩৫,০০০-এর বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে। এই বিপুল সংখ্যক পদের জন্য পরীক্ষায় বসেছিলেন প্রায় ৫ লক্ষ ২৫ হাজার চাকরিপ্রার্থী। বিপুল সংখ্যক পরীক্ষার্থী এবং পদের কারণে এই ফলাফল নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

পরবর্তী পদক্ষেপ কী?

ফলাফল প্রকাশের পরেই নিয়োগ প্রক্রিয়া শেষ হচ্ছে না। লিখিত পরীক্ষার ফলাফলের পর প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তবে ইন্টারভিউয়ের আগেই একটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। সফল প্রার্থীদের প্রথমে এসএসসির কেন্দ্রীয় কার্যালয়ে নথি পরীক্ষার (document verification) জন্য উপস্থিত হতে হবে। সমস্ত নথি খতিয়ে দেখার পরেই তাঁদের ইন্টারভিউয়ের জন্য চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি স্বচ্ছতা বজায় রেখে দ্রুত সম্পন্ন করার দিকেই নজর রাখছে কমিশন। চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের জন্য এই ফলাফল এক নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করা হচ্ছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন