SSC SLST Result 2025 : শুক্রবার এসএসসি-র রেজাল্ট? কবে ইন্টারভিউ? জেনে নিন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

চলতি সপ্তাহের মধ্যে এসএসসি-র ফল প্রকাশ করা হবে। উৎকন্ঠা উৎপীড়ন নিয়েই হয়ে গিয়েছে এবারের এসএসসি-র নতুন শিক্ষক নিয়োগের পরীক্ষা। এবং সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চলেছে এস‌এসসি। এই সপ্তাহের শুক্রবার প্রকাশিত হবে এস‌এসসি-র একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা ফল। একইসঙ্গে, নবম ও দশমের ফল প্রকাশিত হতে চলেছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই। অর্থাৎ একাদশ ও দ্বাদশ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার পর।

কমিশন সূত্র জানা গেছে, ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ডকুমেন্ট যাচাই এবং ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। এই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেন্ট্রালাইজড পদ্ধতিতে, এবং ইন্টারভিউ আঞ্চলিকভাবে অনুষ্ঠিত হবে। প্রতি ১০০টি শূন্যপদের জন্য ১৬০ জন প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তবে এবারের নিয়োগ প্রক্রিয়ায় প্রায় ৬০ হাজারের মতো প্রার্থীকে ডাকা হবে।

এবারের এসএসসি নিয়োগ পরীক্ষায় প্রায় ৫ লাখ ২৫ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছে। যদিও একাদশ দ্বাদশ পর্যায়ে ১১টি বিষয়ে প্রায় ১২,৫০০ শিক্ষক নিয়োগ করা হবে, এছাড়া নবম দশম স্তরে প্রায় ২৩,০০০ শিক্ষক নিয়োগ করবে। সমস্ত বিষয় মিলে দুই স্তরের শিক্ষক নিয়োগ হবে মোট ৩৫,৭২৬টি শূন্যপদে।

উল্লেখ্য, এবারের নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষকতার অভিজ্ঞতার জন্য ইন্টারভিউর আগে ১০ নম্বর বাড়তি যোগ করা হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই নিয়োগপ্রক্রিয়া চলছে বলে জানয় কমিশন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন