SSC Teacher Recruitment: SSC পরীক্ষার ফল বেরোতেই আবার মামলা! প্রশ্নপত্রে একাধিক ভুলের অভিযোগে হাইকোর্টে চাকরিপ্রার্থীরা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

SSC Teacher Recruitment: দীর্ঘ প্রতীক্ষার পর স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না। গত সেপ্টেম্বর মাসে আয়োজিত এই পরীক্ষার ফলাফল নভেম্বরের শুরুতেই প্রকাশিত হয়। কিন্তু ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রশ্নপত্রে ভুলের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীদের একাংশ। ফলে, রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আবারও এক নতুন আইনি জটিলতার সম্মুখীন হল।

আইনি জটের কারণে দীর্ঘদিন রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল। অবশেষে সেই জট কাটিয়ে গত ১৮ সেপ্টেম্বর নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেয় এসএসসি। ৭ নভেম্বর সেই পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এই ফলাফলের উপর নির্ভর করছিল হাজার হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ। কিন্তু চাকরিপ্রার্থীদের একাংশের অভিযোগ, একাধিক বিষয়ের প্রশ্নপত্রে গুরুতর ভুল ছিল।

হাইকোর্টে দায়ের নতুন মামলা

প্রশ্নপত্রে ভুলের অভিযোগকে কেন্দ্র করে বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হয় এবং তাঁর বেঞ্চে একটি নতুন মামলা দায়ের করার অনুমতি মিলেছে। আবেদনকারীদের আইনজীবী ফিরদৌস শামিমের মতে, বেশ কয়েকটি বিষয়ের প্রশ্নে ভুল ছিল, যা পরীক্ষার ফলাফলকে প্রভাবিত করতে পারে।

কোন কোন বিষয়ে ভুলের অভিযোগ?

আইনজীবীর অভিযোগ অনুযায়ী, কয়েকটি বিষয়ে ভুল প্রশ্ন ছিল:

  • এডুকেশন: ২টি প্রশ্ন ভুল ছিল।
  • ইতিহাস: ১টি প্রশ্ন ভুল ছিল।
  • ভূগোল: ৩টি প্রশ্ন ভুল ছিল।

এই ভুল প্রশ্নগুলির জন্য প্রাপ্য নম্বর অথবা প্রশ্ন বাতিলের দাবিতেই মামলা করা হয়েছে বলে জানা যাচ্ছে।

নিয়োগ ঘিরে অন্তহীন বিতর্ক

পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক এবং মামলা একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। কখনও স্বজনপোষণ ও টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ, কখনও আবার OMR শিট জালিয়াতির মতো গুরুতর অভিযোগ উঠেছে। প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, প্রায় সব স্তরের নিয়োগেই দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তার জেরে মামলা চলেছে আদালতে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চেই এই সংক্রান্ত একাধিক মামলার শুনানি হয়েছে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো হাজার হাজার শিক্ষকও এই নতুন নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাঁদের কাছে এই পরীক্ষা ছিল চাকরি ফিরে পাওয়ার শেষ সুযোগ। পাশাপাশি নতুন প্রার্থীরাও আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু নতুন করে পরীক্ষা হওয়ার পরেও ফের মামলা হওয়ায় সমগ্র নিয়োগ প্রক্রিয়াটিই আবার অনিশ্চয়তার মুখে পড়ল। এই মামলার রায় কী হবে এবং তা নিয়োগ প্রক্রিয়ায় কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন