“প্রেম মানে না বয়স” বাংলাদেশে ঢুকে আটক ভারতীয় যুগল !

By Bangla News Dunia Dinesh

Published on:

women

Bangla News Dunia, দীনেশ : প্রেম মানে না বয়স। স্বামী, সন্তান ছেড়ে প্রেমিককে নিয়ে পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে বাংলাদেশে (Bangladesh) পাড়ি দিয়েছিলেন এক ভারতীয় গৃহবধূ। প্রেমিকও ভারতীয়। অভিযোগ, তাঁরা অবৈধভাবে বাংলাদেশে ঢোকেন। তাঁদের সহায়তা করেন এক বাংলাদেশি। বিজিবি ভারতীয় যুগলকে আটক করেছে। আটক করা হয়েছে বাংলাদেশি সহায়তাকারীকেও। রবিবারের ঘটনা।

আরও পড়ুন:– মহিলাদের প্রতিমাসে 32 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র। চালু হল নতুন প্রকল্প। টাকা পেতে হলে কী করতে হবে?

ধৃত সৌরভ কুমার সাপুই দক্ষিণ ২৪পরগনা জেলার গড়খালি গ্রামের বাসিন্দা। সৌরভের চেয়ে আট বছরের বড় পূর্ব বর্ধমানের ধামাই গ্রামের বাবর আলি মণ্ডলের মেয়ে রেশমা মণ্ডল জান্নাতের স্বামী ও পাঁচ বছরের একটি কন্যা রয়েছে। তাঁদের ছেড়ে তিনি প্রেমিকের হাত ধরে বাংলাদেশে পাড়ি দিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, দু’জনের আলাপ সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকেই সম্পর্কের শুরু ও গভীরতা। কোচবিহারের সীমান্ত দিয়ে তাঁরা বাংলাদেশে যান। সীমান্ত পার হতে তাঁদের সাহায্য করেছিলেন বাংলাদেশি যুবক ইউনুছ আলি। বিজিবির নায়েক হুমায়ুন আলি জনিয়েছেন, দুই ভারতীয় ও এক বাংলাদেশ আটক হয়েছেন। তাঁদের বিরুদ্ধে মামলা শুরু হয়েছে। তাঁদের জেল হাজতে পাঠানো হবে।

আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন:– কলকাতা CNCI ইনস্টিটিউটে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন বিস্তারিত

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন