Bangla News Dunia , পল্লব : RG কর কাণ্ডের প্রতিবাদ গোটা দেশ জুড়ে। দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও এই প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়েছে। বিরোধী রাজনৈতিক দল গুলিও তাদের মতো করে আন্দোলনে নেমেছিল। এবার বিজেপির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপাতত দুর্গাপুজোর সময় এই আন্দোলন কিছুটা স্থগিত রাখা হবে।
আরো পড়ুন:- বর্ষাকালে কমবে বিদ্যুৎ বিল, এই কাজগুলি করলেই হবে
এই পরিকল্পনার কথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার জানিয়েছেন, পুজোর পরে ফের আন্দোলন শুরু হবে। সেই সঙ্গেই মমতা পদত্যাগ করা না পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও জানিয়েছেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি।
সুকান্ত মজুমদার জানিয়েছেন, আমাদের আন্দোলন চলতেই থাকবে। দুর্গাপুজোর সময় আমরা কোনও প্রতিবাদ কর্মসূচি পালন করব না। দুর্গাপুজোর পরে ফের আমরা রাস্তায় নামব। আমরা নবান্ন ঘেরাও কর্মসূচি পালন করব। মুখ্যমন্ত্রী পদত্যাগ করা না পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি চলতে থাকবে। #Short News