সনতের আবদারে নৈহাটিতে মমতা, বড়মার মন্দিরে পুজো দিয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনা মুখ্যমন্ত্রীর  

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- মঙ্গলবার নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি, রাজ্যের ৬ বিধানসভা আসনে উপনির্বাচন হয়। এর মধ্যে অন্যতম নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। সেখানে বড় ব্যবধানে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী সনৎ দে। নির্বাচনে জয়ের পর তৃণমূলের বিজয়ী প্রার্থী মুখ্যমন্ত্রীর কাছে আবদার করেছিলেন নৈহাটিতে আসার। এরপরই মুখ্যমন্ত্রী সনতের আবদারে সম্মত হয়ে বড়মার মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। সেই পরিকল্পনা মতোই নৈহাটিতে এসে এদিন পুজো দিয়ে গেলেন মমতা।

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

এদিন বিকেল তিনটের একটু আগে বড়মার মন্দিরে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছে মুখ্যমন্ত্রী মন্দির চত্বর ঘুরে দেখার পাশাপাশি কথা বলেন পুরোহিত ও মন্দিরের পরিচালন কমিটির কর্মকর্তাদের সঙ্গে। বড়মাকে শাড়ি, ফুল দিয়ে পুজো দেওয়ার পাশাপাশি ঘণ্টা বাজিয়ে মঙ্গলারতি করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। পুরোহিতদের নিয়ম ও নিষ্ঠা মেনে পুজো করার কথা মনে করিয়ে মমতা বলেন, তাঁর বাড়িতেও প্রতিবছর মায়ের পুজো হয়। তাই আচার, অনুষ্ঠান সবটাই জানা।

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

বিধানসভা উপনির্বাচনে রাজ্যের ৬ আসনে তৃণমূল কংগ্রেসের উপর সমর্থন রাখার কারণে নৈহাটি-সহ রাজ্যবাসীকে করজোড়ে কৃতজ্ঞতা জানান তিনি। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন নৈহাটির বিজয়ী প্রার্থী সনৎ দে ও ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক ও বিধায়ক রাজ চক্রবর্তী-সহ বিশিষ্টরা।

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

গত বছর শতবর্ষ পেরিয়েছে নৈহাটির বড়মার পুজো। কয়েক লক্ষ টাকা খরচ করে মন্দিরের সংস্কার করা হয়েছে। করা হয়েছে মন্দিরের সৌন্দার্যায়ন। গত বছর বড়মার মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নৈহাটি বিধানসভা উপনির্বাচনে ৪৯ হাজার ১৯৩ ভোটে জয়ী হয়েছেন নৈহাটি উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী সনৎ দে। বিজেপির প্রার্থী রূপক মিত্রকে পরাজিত করেন তিনি। রাজ্যের ছটি বিধানসভার উপনির্বাচনেই ভাল ফল করেছে তৃণমূল। উচ্ছ্বসিত দলের কর্মীরা। খুশির আবহেই বড়মার দর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন