অগ্রহায়নের শুরুতেই জোরালো শীতের পরশ বঙ্গে !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

south-bengal-weather-1-3

Bangla News Dunia , Pallab : অগ্রহায়নের শুরুতেই জোরালো হিমের পরশ বঙ্গে । শনিবার সর্বনিম্ন তাপমাত্রা 20 পেরিয়ে উনিশে নেমে গিয়েছিল । রবিবার পারদ পতন অব্যহত, যা হিমেল হেমন্তের আমেজ এনেছে বাংলার জনজীবনে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহান্তে ঠান্ডার আমেজ বেশ ভালো রকম পাওয়া যাবে ।

গতকালের মতো আজও কলকাতা এবং প্বার্শবর্তী জেলায় ঠান্ডা অনুভূত হবে । আজ রবিবার দিনের আকাশ পরিস্কার । দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি এবং 18 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরো পড়ুন :- কেমন হবে ট্রাম্প-মোদীর রসায়ন ? জানালেন জয়শঙ্কর

ইতিমধ্যে বাতাসে শুষ্কতার কারণে ত্বকে টান পড়তে শুরু করেছে । জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে 15 ডিগ্রির চেয়েও কমে গিয়েছে । দার্জিলিংয়ে 10 ডিগ্রি, পুরুলিয়ায় 18 ডিগ্রি, কৃষ্ণনগরে 20 ডিগ্রি এবং বর্ধমানে 19 ডিগ্রিতে পারদ নেমেছে । রাতে তাপমাত্রা আরও কমছে ৷ ফলে সেখানে শীতের আমেজ যথেষ্ট ।

অগ্রহায়নের শুরুতেই ঝুপ করে পারদ পতনের কারণ উত্তর-পশ্চিম ভারতের ওপর দিয়ে শীতল হাওয়ার স্রোত বইছে । এর জেরে ওই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা আরও 2-3 ডিগ্রি নামতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস । এর প্রভাবে পূর্ব ভারতে আগামী পাঁচদিনে সর্বনিম্ন তাপমাত্রা 2-4 ডিগ্রি নামতে পারে । #Short News

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন