অর্থ কমিশনের বরাদ্দ ২০০০ কোটি এখনও খরচই হয়নি, তার মানে উন্নয়ন হয়নি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

By Bangla News Dunia Dinesh

Published on:

angry mamata

 

Bangla News Dunia, দীনেশ : প্রতিটি প্রকল্পের কাজ সময়ে শেষ করার জন্য বারবার সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের মার্চে। কিন্তু এখনও এই কমিশনের বরাদ্দ করা প্রায় ২ হাজার কোটি টাকা খরচ করতে পারেনি রাজ্য সরকার। সোমবারই এই নিয়ে বৈঠক করেছেন অর্থ দপ্তরের কর্তারা। পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ এই টাকা মূলত আটটি জেলায় লক্ষ্যমাত্রা অনুযায়ী খরচ হয়নি। এই ঘটনায় ক্ষুব্ধ নবান্ন। বারবার সতর্ক করা সত্ত্বেও কেন প্রকল্পের কাজ সময় মতো শেষ হয়নি, তা জানতে চেয়ে ওই আট জেলার জেলা শাসককে চিঠি পাঠানো হয়েছে। পঞ্চায়েত দপ্তরের মাধ্যমেই জেলাগুলিকে নির্মীয়মাণ প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ৩১ মার্চের মধ্যে এই কাজ যাতে শেষ হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন :- ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত

নবান্ন সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা টাকা খরচে অনেক পিছিয়ে আছে। পঞ্চদশ অর্থ কমিশনে দক্ষিণ ২৪ পরগনা সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছিল। ওই জেলার জন্য বরাদ্দ হওয়া ৫৩২ কোটি টাকার মধ্যে ২৫২ কোটি টাকা এখনও খরচই করা যায়নি। মুর্শিদাবাদ ৪৯৬ কোটি টাকা পেয়েছিল। তার মধ্যে ২৩৭ কোটি টাকা তারা এখনও খরচ করতে পারেনি। উল্লেখযোগ্যভাবে কোচবিহার ও নদিয়া বরাদ্দের ৮০ শতাংশই খরচ করে ফেলেছে। ফলে এই দুই জেলার কাজে সন্তোষপ্রকাশ করেছে নবান্ন। এই টাকায় রাস্তা, পানীয় জল, নিকাশির ব্যবস্থা করার কথা।

আরো পড়ুন :- ট্রুডোর জায়গায় কে? কানাডার প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে এই ভারতীয় বংশোদ্ভূত মহিলা

২ জানুয়ারি নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, কোনও প্রকল্পের কাজ ফেলে রাখা যাবে না। তারপরই পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচের খতিয়ান দেখতে গিয়ে অর্থ দপ্তর জানতে পারে, ৮ জেলা টাকা খরচে অনেক পিছিয়ে রয়েছে। তারপরই এই জেলাগুলির জেলা শাসককে চিঠি পাঠানো হয়। চলতি বছরের এপ্রিল থেকেই ষোড়শ অর্থ কমিশন শুরু হবে। তার আগেই সব কাজ শেষ করতে চায় নবান্ন। পঞ্চদশ অর্থ কমিশনে রাজ্যের জেলাগুলির জন্য ৫,১৬৬ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু ২ হাজার কোটি টাকা এখনও পর্যন্ত খরচ হয়নি। পঞ্চদশ অর্থ কমিশন শেষ হওয়ার আগে যাতে এই কাজ শেষ হয়, তা নিশ্চিত করতে প্রতিটি জেলাকে প্রতি সপ্তাহে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রাজ্যের এক প্রবীণ মন্ত্রী বলেন, ‘পঞ্চদশ অর্থ কমিশনের টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে খরচ করতে না পারলে বিজেপি তা হাতিয়ার করতে পারে। তাছাড়া নির্দিষ্ট সময়ে বরাদ্দ অর্থ খরচ করতে পারলে ষোড়শ অর্থ কমিশনে অতিরিক্ত বরাদ্দের দাবি জানানো হবে।’

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন