Bangla News Dunia, Pallab : এতদিন আমরা সবাই দেখেছি যে আদালতে গীতায় হাত রেখে শপথ নেওয়া হয় কাটগড়ায় কোনরকম বক্তব্য দেওয়ার ক্ষেত্রে। কিন্তু এবার সেই নিয়মই হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জীবনেও। কেননা এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের এবার থেকে 14 দফাই শপথ নিতে হবে। পরীক্ষার আগে শিক্ষার্থীরা নিজেদের স্কুলে এই শপথ গ্রহণ করবে।
এই শপথ গ্রহণ করার সময় তারা নিজেই তা প্রতিজ্ঞা নেবে যে তারা পরীক্ষা কেন্দ্রে কোনো রকম মোবাইল ফোন বা যেকোন রকম ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ করবে না কিংবা কোনো রকম জালিয়াতির চেষ্টা করবে না পরীক্ষার উত্তর লেখার ক্ষেত্রে। কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি হবে যেদিন পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে।
আরও পড়ুন:- ADHD রোগে কমতে পারে আয়ুও, বলছে গবেষণা, জানুন বিস্তারিত
কিন্তু এই নতুন নিয়ম বার হওয়ার পর থেকে বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন এই শপথ গ্রহণটা অ্যাডমিট কার্ড বিতরণের দিন না হয়ে পরীক্ষার দিন হলে ভালো হতো। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড বিতরণ করা হবে 30 জানুয়ারি সকাল 11টা থেকে 5টার মধ্যে। আর শিক্ষার্থীরা সেখানেই এডমিট কার্ড সংগ্রহ করতে গিয়ে এই শপথ গ্রহণটি করবে। তাহলে এবার জেনে নাও কোন কোন শপথ নিতে হবে মাধ্যমিক পরীক্ষার্থীদের এ বছর থেকে।
কি কি শপথ নিতে হবে মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড সংগ্রহের সময় ?
যেদিন মাধ্যমিক পরীক্ষার্থী তারা নিজেদের স্কুলে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে যাবে মাধ্যমিকের, সেদিন তাদের শপথ গ্রহণ করতে হবে যে –
- মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে আমি মোবাইল ফোন নিয়ে যাবো না।
- পরীক্ষা কেন্দ্রে কোনো রকম ইলেকট্রনিক যন্ত্রও নিয়ে যাব না আমি।
- পরীক্ষায় ভালো নম্বর করার জন্য কোনো অন্যায় পথ অবলম্বন করব না।
- এছাড়াও পরীক্ষাতে অভিভাবকদেরও সঙ্গে নিয়ে যাব না।
সরকারের এই নতুন নিয়মের কারণ কি হতে পারে ?
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তৈরি করা এই নতুন নিয়ম এর মূল উদ্দেশ্যটাই হল যে, জীবনের প্রথম বোর্ড পরীক্ষা দেওয়ার আগে প্রতিটা শিক্ষার্থী যেন পরীক্ষার সমস্ত নিয়ম বুঝতে পারে। পরীক্ষার প্রথম দিনই যখন সকল পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতেন, তখন এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি করলে ভালো হতো।
এই প্রসঙ্গে আবার বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সম্পাদক স্বপন মন্ডল দাবি করেছেন যে, “এবছর মধ্যশিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে, এডমিট কার্ড বিতরণের দিনই সমস্ত পরীক্ষার্থীদের পরীক্ষার সময় অবশ্য পালনীয় বিষয় সমূহ কে শপথ বাক্যে পাঠ করতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে আপত্তিকর কিছু নেই, কিন্তু সমস্যা হচ্ছে সব পরীক্ষার্থী একদিনেই যে এডমিট কার্ড নিতে আসবে তার কোনো ঠিক নেই।।