আবর্জনা ফেললেও দিতে হবে ট্যাক্স, আজব নিয়ম চালু হলো রাজ্যের এই জায়গায়

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- রাজ্যের পুরাতন মালদা পৌরসভা তাদের শহরের পরিবেশ ও পরিছন্নতার উন্নতির জন্য বড় পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী ডিসেম্বর মাস থেকেই আবর্জনা পরিষেবার জন্য বাসিন্দাদের কাছ থেকে ট্যাক্স সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেছে মালদা পৌরসভা। পৌরসভার নতুন নিয়মে প্রতিদিন মাত্র ১ টাকা করে এই ট্যাক্স দিতে হবে, এর ফলে মাসে ৩০ টাকা হবে।

মালদা পৌরসভা কতৃপক্ষের দাবি, তাদের এই উদ্যোগ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধার পাওয়ার পথ দেখাবে। তবে এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যে বিভিন্ন বিতর্ক দেখা গেছে। 

কেন প্রয়োজন এই ট্যাক্স এর? 

পুরাতন মালদা এবং ইংলিশ বাজার এই দুই পৌরসভা তাদের ডাম্পিং গ্রাউন্ডের অভাবে প্রতিদিন আবর্জনা ফেলার জন্য নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলি হল-

  • পৌরসভা ট্যাক্স কতৃপক্ষের পরিচালনায় প্রতিদিন মাত্র ২৫ টি ট্রাক্টরে করে আবর্জনা ফেলা হয়।
  • ডাম্পিংয়ের জায়গার অভাবে জাতীয় সড়কের ধারে বা খোলা মাঠে আবর্জনা ফেলা হয়, যা পরিবেশ দূষণ ও জনজীবনে বিভিন্ন রকম অসুবিধার সৃষ্টি তৈরি করেছে। 
  • পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে, এটি স্থানীয় নির্বাচনের অন্যতম ইস্যুতে পরিণত হয়েছে।

এই সমস্ত সমস্যার সমাধান করতে এবং পরিষেবাগুলি চালু রাখতে পৌরসভা কর্তৃপক্ষ এই ট্যাক্স আরোপের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আরো পড়ুন :- মাত্র ৫ বছরেই কোটিপতি, ২ টাকার এই শেয়ারে রিটার্ন ৬৩১৬২%। বিনিয়োগ করার আগে জেনে নিন

নতুন নিয়ম কি বলছে? 

পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানিয়েছেন, ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে প্রতিদিন ১ টাকা করে ট্যাক্স নেওয়া হবে, যা মাসিক ভিত্তিতে ৩০ টাকা দাঁড়াবে। 

এই ট্যাক্সের মাধ্যমে নিম্নলিখিত পদক্ষেপগুলি সম্ভবপর হয়ে উঠবে-

  • শহরের আবর্জনা নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও উন্নত করা হবে,
  • পরিছন্নতার জন্য অতিরিক্ত প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহ করা হবে,
  • কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে।

কার্তিক ঘোষের মতে এই উদ্যোগ শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং দীর্ঘ মেয়াদে বাসিন্দাদের আরো ভালো পরিষেবা দিতে সাহায্য করবে। 

আরো পড়ুন :- দিল্লির ‘খান চকে’র নাম বদলে দিল মোদী সরকার ! জানুন কি হল নতুন নাম ?

পূর্ববর্তী অভিজ্ঞতা 

এর আগে পৌরসভা কতৃপক্ষের তরফ থেকে একই ধরনের ট্যাক্স চালু করার উদ্যোগ নেওয়া হলেও তা ব্যাপক বিরোধীতার মুখে পড়ে বাতিল করতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ। শহরের সাধারণ মানুষ এবং ব্যবসায়ী সমিতি ট্যাক্সের বিপক্ষে সরব হয়েছিল সেই সময়। 

এর ফলে পৌরসভা ট্যাক্স দাতাদের মধ্যে বিভাজন দেখা গিয়েছিল। এছাড়া ব্যবসায়ী সংগঠন চিঠি দিয়ে জানিয়েছিল যে, তারা এই ট্যাক্স দিতে প্রস্তুত নয়। কিন্তু এইবার পৌরসভা কতৃপক্ষের দৃঢ় পদক্ষেপ নিয়ে এই পরিষেবা চালু করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে।

 

পদক্ষেপের ভবিষ্যৎ পরিকল্পনা

পুরাতন মালদা পৌরসভার এই সিদ্ধান্ত একদিকে যেমন শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সাহায্য করেছে, ঠিক তেমনি অন্যদিকে বাসিন্দাদের নতুন এক অর্থনৈতিক দায়িত্ব বহন করতে হবে। তবে এই উদ্যোগের ফলে শহরের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন থাকবে এবং কেন্দ্র সরকারের সরকারি প্রকল্পগুলিতে খুব সহজেই অংশগ্রহণ করা সম্ভব হবে।

আরো পড়ুন :- পাহাড়ে কর্মসংস্থানে জোর, ৪টি ‘স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন