Bangla News Dunia , Rajib : কেন্দ্রীয় সরকার আবারও বেসরকারিকরণের (Bank Privatisation) পথে হাঁটতে চলেছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) এবার টার্গেটে রয়েছে চারটি গুরুত্বপূর্ণ সরকারি ব্যাঙ্ক। সূত্রের খবর অনুযায়ী, এই ব্যাঙ্কগুলিতে সরকারের শেয়ার কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তে সাধারণ মানুষের সঞ্চয় এবং বিনিয়োগের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
কোন চারটি ব্যাংক বেসরকারি হবে?
এই ঘোষণায় যে ব্যাঙ্কগুলির কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে
১. সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,
২. ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক,
৩. পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক এবং
৪. UCO ব্যাঙ্ক।
কোন ব্যাংকে সরকারের অংশীদারিত্ব কত?
বর্তমানে এই চারটি ব্যাঙ্কে সরকারের মালিকানার (Bank Privatisation) পরিমাণ যথেষ্ট বেশি।
১. সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সরকারের অংশীদারিত্ব ৯৩%।
২. ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে রয়েছে ৯৬.৪%।
৩. পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্কের ৯৮.৩% শেয়ার সরকারের হাতে।
৪. UCO ব্যাঙ্কে সরকারের মালিকানা ৯৫.৪%।
আরো পড়ুন:- ২১৩ কোটি জরিমানা, ৫ বছর ব্যান! ভারতে বড় ধাক্কা খেল Meta
তবে, এইসব শেয়ার বিক্রির পরেও সরকারের ন্যূনতম ২৫% শেয়ার রাখা হবে বলে জানা যাচ্ছে। এর ফলে ব্যাঙ্কের মালিকানার একটি বড় অংশ ব্যাংক বেসরকারি হাতে চলে গেলেও, সরকারি নিয়ন্ত্রণ একেবারে শেষ হবে না।
কেন নেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত?
সরকারের এই পদক্ষেপের পেছনে মূল কারণ হলো সরকারি ব্যাঙ্কগুলির মূলধন বৃদ্ধি। বর্তমান সময়ে বেসরকারি ব্যাঙ্কগুলির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে সরকারি ব্যাঙ্কগুলিকে তাদের কাঠামো ও পরিষেবার উন্নতি করতে হচ্ছে। কিন্তু অধিকাংশ সরকারি ব্যাঙ্কে মূলধনের অভাব প্রকট হয়ে উঠেছে। এই অভাব পূরণে এবং কার্যক্ষমতা বৃদ্ধি করতে সরকারের শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কবে হতে পারে শেয়ার বিক্রি?
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আগামী মাসে সরকারের পক্ষ থেকে এই ব্যাঙ্কগুলির শেয়ার বিক্রির প্রস্তাব পেশ করা হবে। ওপেন মার্কেট অফার (OFS) পদ্ধতিতে এই শেয়ার বিক্রি করার পরিকল্পনা করা হচ্ছে। যদিও নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি, তবে শেয়ার বাজারে ইতিমধ্যেই এই খবরের প্রভাব পড়েছে।
বাজারে শেয়ারের মূল্যবৃদ্ধি
সরকারি শেয়ার বিক্রির খবর ছড়িয়ে পড়তেই এই ব্যাঙ্কগুলির শেয়ারের মূল্য দ্রুত বেড়েছে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের শেয়ার ৪.৪% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্কের শেয়ার বেড়েছে ৩%।
আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের
সাধারণ গ্রাহকদের জন্য কী বার্তা?
এই সিদ্ধান্তে সাধারণ গ্রাহকদের সঞ্চয় ও বিনিয়োগ নিয়ে তেমন চিন্তার কোনো কারণ নেই বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কারণ সরকারি অংশীদারিত্ব পুরোপুরি শেষ হচ্ছে না। তবে, দীর্ঘমেয়াদে বেসরকারিকরণের ফলে ব্যাঙ্কগুলির পরিষেবার মানোন্নয়ন হতে পারে বলে মনে করা হচ্ছে।
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
SAIL Recruitment 2024: সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে ৫১ টি শূন্য পদে হবে নিয়োগ!👇🏻https://t.co/E7DZnMLaHl
— Daily Khabor Bangla (@daily_khabor) November 20, 2024
কবে পাবেন আবাস যোজনা টাকা? জেনে নিন দিনক্ষণ!👇🏻https://t.co/XzWAb17x9u
— Daily Khabor Bangla (@daily_khabor) November 20, 2024
আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের
আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর
আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের