আবাস যোজনা নিয়ে নয়া নির্দেশ দিল রাজ্য সরকার !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Mamata-Banerjee-3

Bangla News Dunia , Pallab : আবাস যোজনা নিয়ে এবার নয়া নির্দেশ দিল রাজ্য সরকার। আগামী ২৩ ডিসেম্বর তারিখের মধ্যেই আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ প্রত্যেক জেলায় দিয়েছে পঞ্চায়েত দফতর। তবে তার আগেই তিনটি স্তরে হবে আবাসের তালিকার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া। নির্ধারিত সময়ের আরও তিনদিন বেশি সময় দিল রাজ্য সরকার। চূড়ান্ত তালিকা তৈরি করে টাকা পাঠানো হবে।

আরো পড়ুন :- পুরুষের মধ্যে বাড়ছে যৌন_সমস্যা ! জানুন বিভিন্ন কারণ সহ প্রতিকার

তার জন্য জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে বাড়তি তিনদিন সময়। ২০ তারিখের বদলে ২৩ ডিসেম্বর তারিখের মধ্যে টাকা ছাড়ার জন্য তৈরি থাকতে প্রত্যেক জেলাকে নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, গ্রাম সভা থেকে শুরু করে ব্লক লেভেল কমিটি এবং ডিস্ট্রিক্ট লেভেল কমিটি—এই তিনটি স্তরে শুরু হবে তিনটি পর্যায়ে আবাস তালিকা অনুমোদন দেওয়ার কাজ। তার পরেই অর্থ বরাদ্দ প্রক্রিয়া শুরু হবে।

এই আবাস প্রকল্পের সমীক্ষার কাজ ১৪ নভেম্বর তারিখে শেষ করার কথা ছিল। সেখানে এই কাজ শেষ হয়েছে গত সোমবার ১৮ নভেম্বর। তার জেরে সম্পূর্ণ প্রক্রিয়াই বেশ কিছুটা পিছিয়ে গিয়েছে। তাই জেলা প্রশাসনকে টাকা দেওয়ার ক্ষেত্রে আরও তিনদিন বাড়তি সময় দেওয়া হয়েছে। তার আগেই তিনটি স্তরে শুরু হবে আবাসের তালিকার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া। #End

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন