আরজি কর কাণ্ডে সন্দীপ-অভিজিতের জামিনের দিনই ফরাক্কা ধর্ষণে মূল দোষীকে ফাঁসির সাজা

By Bangla News Dunia Dinesh

Published on:

arjikor

 

Bangla News Dunia, দীনেশ :- জয়নগরের পর এবার ফারাক্কা (Farakka)। মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কায় নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনার ঠিক দু’মাসের মাথায় অভিযুক্তদের সাজা ঘোষণা করল জঙ্গিপুর আদালত। শুক্রবার আদালতের পক্ষ থেকে এক অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা করা হয় এবং অন্য অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন :- সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ, আরও জানতে পড়ুন…..

দাদুর বাড়িতে বেড়াতে এসে চলতি বছর ১৩ অক্টোবর খুন হয়েছিল ওই নাবালিকা। এক প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বস্তাবন্দি দেহ। ঘটনার তদন্তে নেমে স্থানীয় মাছ ব্যবসায়ী দীনবন্ধু হালদার এবং তাঁর বন্ধু শুভজিৎ হালদারকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পুজোর ফুল দেওয়ার নাম করে এই দুই ব্যক্তি নাবালিকাকে ঘরে নিয়ে যায়। সেখানে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। সবটা ধামাচাপা দিতে মেয়েটিকে শ্বাসরোধ করে খুন করে তারা। নির্যাতিতার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্নও পাওয়া যায়। ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায়, মেঝেতে মাথা থেঁতলে খুন করা হয়েছিল নির্যাতিতাকে। তার গলার হাড়ও ভেঙে গিয়েছিল।

আরো পড়ুন :- ডিজিটাল গ্রেফতারির ভয়ে কাঁপছে বিশ্ব, সাইবার বিশেষজ্ঞের থেকে বাঁচার সহজ উপায় জেনে নিন

এই ঘটনার পর জঙ্গিপুরের এসপি আনন্দ রায়ের নেতৃত্বে গঠিত স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম দ্রুত গতিতে শুরু করে তদন্ত। যাবতীয় তথ্যপ্রমাণের ভিত্তিতে মাত্র ২১ দিনের মধ্যে চার্জশিট জমা করা হয় আদালতে। ঘটনার ঠিক ৬০ দিনের মাথায় দুই অভিযুক্তকে এদিন দোষী সাব্যস্ত করেন বিচারক। একজনকে ফাঁসি এবং অন্যজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ লক্ষ টাকা জরিমানার সাজা শোনাল আদালত।

উল্লেখ্য, আজই আরজি কর মামলায় (RG Kar Case) দোষী সাব্যস্ত সন্দীপ ঘোষ (Sandip Ghsoh) এবং অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করেছে শিয়ালদা সিবিআই আদালত (CBI Court)।  ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে না পারাতেই জামিন হয়ে যায় দু’জনের। আবার এর ঠিক বিপরীত চিত্র ফারাক্কায়। মাত্র দু’মাসের মধ্যে  নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা ঘোষণা করল জঙ্গিপুর আদালত। একই দিনে দুই  বিপরীত ঘটনার সাক্ষী থাকল রাজ্যবাসী।

আরো পড়ুন :- Big News : মায়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকা দখল বিদ্রোহীদের, ভয়ে কাঁটা ইউনূস সরকার

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন