Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ইসলামকে সংশোধন করা উচিত ! ফ্রান্স ইসলামিক কট্টরবাদী সন্ত্রাসীদের নয়া উপদ্রব পুরো বিশ্বকে নতুন করে চিন্তাতে ফেলেছে। ফ্রান্সে হজরত মহম্মদের একটি কার্টুন দেখানোর কারণে এক শিক্ষকের গলা কেটে হত্যা করা হয়েছিল। এরপর আবার এক চার্চে ঢুকে এক মহিলা সহ দুজনের গলা কেটে হত্যা করা হয়। কট্টরবাদী ইসলামিক গোষ্ঠীর হত্যাকারীরা আল্লাহ হু আকবর শ্লোগান দিয়ে হত্যা করেছে। ফ্রান্সকে ছাড়াও ভারত, বাংলাদেশে বহু আগে হয়েছে।
বাংলাদেশের বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন ফ্রান্স সহ পুরো বিশ্বে হওয়া এই সকল উপদ্রব প্রসঙ্গে নিজের মত প্ৰকাশ করেছেন। তসলিমা নাসরিন কড়া ভাষায় লিখেছেন, ইসলামের বিশেষ সংশোধন করা প্রয়োজন তা না হলে আধুনিক সভ্য সমাজে এর বিশেষ স্থান নেই। শুধু তাই নয়, এতেও আটকেও না থেকেও তসলিমা নাসরিন ট ‘বয়কট ইসলাম’ লিখেও টুইট করেছেন। উলেখ্য তসলিমা নাসরিন একজন বিখ্যাত লেখিকা হওয়ার সাথে সাথে কট্টরপন্থী মৌলবাদীদের চোখে একজন বিতর্কিত লেখিকা।
আরো পড়ুন :- মহাবিপাকে পাকিস্তান ! আবার FATF এর ধূসর তালিকায় তারা
বহুবার বাংলাদেশের ইসলামিক কট্টরপন্থী মৌলবাদীরা লেখিকার বিরুদ্ধে হত্যার ফতোয়া জারি করেছে। তবে ইউরোপ এর মতো জায়গায় এমন ঘটনা সামনে আসার পর সমাজের বিশেষ সচেতন বর্গের মানুষজন বেশ চিন্তন শুরু করেছেন। অনেকে আবার আশঙ্কা প্রকাশ করেছেন যে এই উপদ্রব আরো বড়ো আকার নিলে তা ইতিহাসকে পুনরাবৃত্তি করতে পারে। তবে লেখিকা তসলিমা নাসরিন যে আবার ইসলামিক মৌলবাদীদের আক্রোশের শিকার হবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই।
Highlights
1. ইসলামকে সংশোধন করা উচিত !
2. তসলিমা নাসরিন ট ‘বয়কট ইসলাম’ লিখেও টুইট করেছেন
#তসলিমা নাসরিন #Islam