Bangla News Dunia , Pallab : মুসলিমরা বিজেপিকে ভোট দেন না বলে যখন প্রতিদিন অভিযোগ করছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তখন ইসলামের প্রশংসা শোনা গেল তাঁরই দলের রাজ্যসভার সাংসদের মুখে। সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ইসলামকে ‘সৌভ্রাতৃত্বের ধর্ম’ বলে উল্লেখ করলেন রাজ্য থেকে রাজ্যসভায় একমাত্র বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য।
আরো পড়ুন :- স্টেশনে ট্রেন ঢোকার আগে দিতে হয় ঘুষ! ভারতেই চলে এই আজব নিয়ম, ভাইরাল ভিডিও
এদিন শমীকবাবু বলেন, ‘তৃণমূল কংগ্রেস পুরো দলটা একটা নির্দিষ্ট স্নায়ুরোগে ভুগছে। যার নাম হচ্ছে SAD. শুভেন্দু অধিকারী সিনড্রোম। নির্বাচন এসেছে, আবার সেই রোগটা বেড়ে উঠেছে। হেট স্পিচের কথা বলছে তৃণমূল কংগ্রেস? হুমায়ুঁ কবির যে কথা বলেছিল সেটা হেট স্পিচ ছিল না? যে বক্তব্য ফিরহাদ হাকিম রেখেছেন একটি সভায়, যে আমরা সবাই দুর্ভাগা, সেটা কোন স্পিচের আওতায় পড়ে? প্রত্যেকটা সভায় যারা ৬ ডিসেম্বরের বস্তাপঁচা গল্পকে সামনে নিয়ে আসেন সেটা কোন ধর্মীয় মেরুকরণ?’
ইসলামের প্রশংসা শোনা যায় বিজেপি নেতার মুখে। তিনি বলেন, ‘যারা ইসলামের অবস্থানের সম্পূর্ণ বিরোধী ও তাদের দাবির বিরোধী। ইসলাম হল রিলিজিয়ন অফ ব্রাদারহুড। সেখানে সৌভ্রাতৃত্ব আছে। উচ্চ নীচ নেই। সেখানে জাতিভেদ নেই। #Short News
আরো পড়ুন :- বিয়ের জন্য ছুটি না পেয়ে Whatsapp ভিডিও কলেই শুভ পরিণয় সারল বর-কনে