উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রে বিশেষ পরিবর্তন ! জানুন সেটি কি ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

madhyamik exam

Bangla News Dunia , Pallab : উচ্চমাধ্যমিকে ভাল ফল করে উচ্চতর শিক্ষার পথে পা বাড়ান পড়ুয়ারা। এই প্রথম সেমেস্টার পদ্ধতিতে MCQ প্রশ্নে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা। প্রথমবার এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দিতে গিয়ে কি চাপে পড়বেন পরীক্ষার্থীরা ? উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রে থাকবে ‘কমিক রিলিফ’ প্রশ্ন। যেখানে অভিনেত্রী আলিয়া ভাটের ক্রিম ব্যবহার নিয়েও প্রশ্ন আসতে পারে।

আরো পড়ুন :- স্টেশনে ট্রেন ঢোকার আগে দিতে হয় ঘুষ! ভারতেই চলে এই আজব নিয়ম, ভাইরাল ভিডিও

২০২৪ শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিকে সেমেস্টার পদ্ধতিতে চালু করেছে রাজ্য। একাদশ শ্রেণিতে দুটি সেমেস্টার এবং দ্বাদশ শ্রেণিতে দুটি সেমেস্টার। দ্বাদশ শ্রেণির প্রথম সেমেস্টার হবে ২০২৫ সালের নভেম্বরে। আর সেই সেমেস্টারেই এমসিকিউ প্রশ্নপত্রে পরীক্ষা দেবেন পড়ুয়ারা। এমসিকিউ প্রশ্নপত্রে উত্তর দিতে গিয়ে পরীক্ষার্থীরা যাতে চাপে না পড়েন, সেজন্যই কমিক রিলিফ প্রশ্নের ভাবনা শিক্ষা সংসদের।

কী এই ‘কমিক রিলিফ’ প্রশ্ন? জানা গিয়েছে, গুরুগম্ভীর প্রশ্নের বদলে মজার প্রশ্ন করতে নির্দেশ দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। নতুন পদ্ধতির পরীক্ষায় যেন পড়ুয়ারা প্রথমেই ভয় না পেয়ে যান, তাই এমন সিদ্ধান্ত। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এই কমিক রিলিফ প্রশ্ন নিয়ে বলেন, “আমাদের প্রায় ৮ লক্ষের মতো ছাত্রছাত্রী। তার মধ্যে ৯০ শতাংশের বেশি ছাত্রছাত্রীর এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা নেই। জীবনে প্রথমবার এমসিকিউ পরীক্ষা দেবে। #End

আরো পড়ুন :- বিয়ের জন্য ছুটি না পেয়ে Whatsapp ভিডিও কলেই শুভ পরিণয় সারল বর-কনে

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন