Bangla News Dunia, Pallab : চাকরিপ্রার্থীদের আরও একটি নতুন নিয়োগের আপডেট দিতে আবারো হাজির হয়েছি আমরা। ন্যাশানাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এর তরফ থেকে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই পুরুষ মহিলা উভয় চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে খুবই ন্যুনতম শিক্ষাগত যোগ্যতাতে কর্মী নেওয়া হবে। আবেদন করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য যেমন শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে সবিস্তারে আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থার নাম:-
ন্যাশানাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এর তরফ থেকে ওই সংস্থার অধীনেই গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আরও পড়ুন:– লৌহযুগের শুরু তামিলনাড়ুতে, 5,300 বছরের পুরনো তরোয়াল হাতিয়ার স্ট্যালিনের
শূন্যপদের নাম:-
সংশ্লিষ্ট সংস্থার অধীনে যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তা হল- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)।
বয়সের মাপদন্ড:-
সংশ্লিষ্ট সংস্থার অধীনে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক SC, ST ক্যাটাগরির প্রার্থীরা ৫ বছর এবং OBC ক্যাটাগরির প্রার্থীরা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
বেতনের পরিমাণ:-
উক্ত পদে চাকরি পাওয়ার জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে শেষ পর্যন্ত চাকরিতে নিযুক্ত হবেন তাদেরকে প্রতি মাসে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতার মাপদন্ড:-
ন্যাশানাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এর অধীনে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। তার পাশাপাশি কম্পিউটার নলেজ থাকতে হবে এবং ইংরেজি ও হিন্দি ভাষায় টাইপিং করতে পারদর্শী হতে হবে।
আবেদন পদ্ধতি:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে। তার জন্য যা যা পদ্ধতি অনুসরণ করতে হবে সেগুলি হল-
১) সবার প্রথমে ন্যাশানাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (NIEPA) এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.niepa.ac.in এ প্রবেশ করতে হবে।
২) তারপর সেখানে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে যে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে তা দিয়ে লগইন করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে।
৪) এরপর সেই ফর্মের নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে।
৫) এরপর যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে এবং নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।
৬) সবশেষে সবকিছু ভালোভাবে মিলিয়ে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।
প্রয়োজনীয় নথিপত্র:-
আবেদন করার সময় যে যে প্রয়োজনীয় নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমাণ পত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
২) আইডি প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাসের মার্কসীট ও সার্টিফিকেট।
৪) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট।
৫) কাস্ট সার্টিফিকেট (যাদের আছে)।
৬) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট।
৭) রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
নির্বাচন পদ্ধতি:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা যোগ্য তাদেরকে লিখিত পরীক্ষা এবং কম্পিউটার স্কিল ও টাইপিং টেস্টের মাধ্যমে বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন করার শেষ তারিখ:-
ন্যাশানাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এর পক্ষ থেকে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া বর্তমানে চলছে এবং তা চলবে আগামী ১৪/০২/২০২৫ পর্যন্ত।