Bangla News Dunia , Pallab : পশ্চিমবঙ্গের ছয় বিধানসভা কেন্দ্র সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি ও হাড়োয়ার উপনির্বাচনের জন্য বুধবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। যাতে এই উপনির্বাচনে কোনও অশান্তির ঘটনা না ঘটে সেই কারণে নির্বাচন কমিশন আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছিল। কিন্তু তারপরেও দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল বিভিন্ন কেন্দ্র। রাজ্য পুলিশের পাশাপাশি ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে, যারা বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে দায়িত্ব পালন করছে।
আরো পড়ুন :- পাহাড়ে কর্মসংস্থানে জোর, ৪টি ‘স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
এসবের মধ্যে সিতাইয়ে ১৮, মাদারিহাটে ১৮, নৈহাটিতে ১৩, হাড়োয়ায় ১৮, মেদিনীপুরে ১৯ এবং তালড্যাংরায় ২২ টি কোম্পানি বাহিনী রয়েছে। কমিশনের পক্ষ থেকে জানা গেছে, ১০২ কোম্পানি বাহিনী সরাসরি বুথের নিরাপত্তা দেখছে বাকি ৬ কোম্পানি স্ট্রংরুমের নিরাপত্তা নিশ্চিত করার কাজে রয়েছে। এই ছয় বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচটি আসনই ছিল তৃণমূলের দখলে, আর একমাত্র মাদারিহাট ছিল বিজেপির। তৃণমূলের শক্তি আর বিজেপির প্রচারের মধ্যে যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে, তা স্পষ্ট হয়ে উঠছে।
এদিকে কংগ্রেস এবং বামফ্রন্টের মধ্যে কোনো জোট না হওয়ায় তারা আলাদা আলাদা ভাবে লড়াই করছে। বিশেষ করে, হাড়োয়া আসনটি আইএসএফ-এর দখলে চলে যাওয়ার কারণে সেখানে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। ভোটগ্রহণ শুরু হওয়ার পরই বিভিন্ন কেন্দ্র থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। সিতাইয়ে অভিযোগ উঠেছে, একটি বুথে পোলিং এজেন্ট ছাড়া মকপোল পর্ব সম্পন্ন হয়েছে। সেখানে বিজেপি প্রার্থীর এজেন্ট বুথে বসতে পারছেন না বলে এমন অভিযোগও ওঠে। #End
আরো পড়ুন :- দুঃসংবাদ রাসেলকে নিয়ে, চিন্তায় KKR