Bangla News Dunia, Pallab : স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী তথা জাতীয় যুব দিবসে সনাতন ধর্ম বিপন্ন বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর মন্তব্য, “এপার বাংলা-ওপার বাংলা, দুই জায়গাতেই সনাতন ধর্ম বিপন্ন ৷” তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের সনাতনীরা পাঁচশো-হাজার টাকায় বিক্রি হয়ে গিয়েছেন ৷ যা দুর্ভাগ্য বলে উল্লেখ করেন শুভেন্দু ৷
আরও পড়ুন:– সরকারের নতুন প্রকল্পে প্রতিমাসে 5000 টাকা। সব ছেলেমেয়েরা পাবেন। কিভাবে আবেদন জানাবেন? দেখুন
রবিবার স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকীতে হাওড়ায় জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে অংশ নেন শুভেন্দু অধিকারী ৷ সেখানেই তিনি মন্তব্য করেন, “এটা কোনও রাজনৈতিক বক্তব্য নয় ৷ স্বামী বিবেকানন্দ হিন্দু সমাজকে জাগ্রত করেছিলেন এবং বলেছিলেন সনাতনের কোনও বিকল্প নেই ৷ আজকে সেই সনাতন বিপন্ন ৷ ওপারের বাংলায় বিপন্ন, এপারের বাংলায় বিপন্ন ৷”
এর পাশাপাশি স্যালাইন-কাণ্ডে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিরুদ্ধেও সরব হন শুভেন্দু ৷ তিনি বলেন, “অনেক কিছু হবে ৷ আমরা দাবি করেছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর তদন্তভার নিক ৷ আমি কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রী জেপি নাড্ডাকে বলেছি, কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলারকে দিয়ে তদন্ত করাতে ৷ আর্থিক তছরুপের কেস এটা ৷ একটা ব্ল্যাকলিস্টেড সংস্থাকে টেন্ডার দিয়েছে ৷ 2022 সালে টেন্ডার শেষ হয়েছে ৷ নারায়ণ স্বরূপ নিগমকে কাস্টডিতে নিতে হবে ৷”
আরও পড়ুন:– একরত্তি মেয়ের চিকিৎসায় বিপুল খরচ, অভিষেকের দ্বারস্থ পরিবার
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025