Bangla News Dunia , Pallab : ওয়াকফ সম্পত্তি নিয়ে যে সংশোধনী বিল আনা হচ্ছে তাকে কেন্দ্র করে তোলপাড় হচ্ছে সংসদ। জয়েন্ট পার্লামেন্টারি কমিটির বৈঠক বয়কটের ডাক দিয়েছে ইন্ডিয়া জোট। এই নিয়ে আলোচনা করতে গিয়ে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বনাম তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বচসা চরমে উঠেছিল। lকাচের বোতল ভেঙে হাতে সেলাই পড়ে। এই আবহের মধ্যেই ওয়াকফ নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
আরো পড়ুন :- স্টেশনে ট্রেন ঢোকার আগে দিতে হয় ঘুষ! ভারতেই চলে এই আজব নিয়ম, ভাইরাল ভিডিও
কলকাতা পুরসভায় বসে মেয়র আশঙ্কা করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ কোনও শিল্পপতি কিংবা ব্যবসায়ীর নজরে হয়তো কোনও ওয়াকফ সম্পত্তি আছে। সেই সম্পত্তি এখন তাঁদের কাছেই বিক্রি করতে চাইছে মোদী সরকার। তাই নানারকম ফন্দি আঁটা হচ্ছে। এমনকী এই কারণে তড়িঘড়ি পদক্ষেপ করতে চাইছে কেন্দ্র।
কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলে ফিরহাদ হাকিম বলেন, ‘মোদী জমানায় ভারতবর্ষের সাধারণ মানুষের কোনও উন্নতি না হলেও, কেন্দ্রীয় সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের উন্নতি হয়েছে। আর তাঁদের মধ্যেই কারও নজরে হয়তো কোনও বিশেষ ওয়াকফ সম্পত্তি রয়েছে।’ #Short News
আরো পড়ুন :- বিয়ের জন্য ছুটি না পেয়ে Whatsapp ভিডিও কলেই শুভ পরিণয় সারল বর-কনে