Bangla News Dunia , Pallab : কবে পড়বে জাঁকিয়ে ঠান্ডা ? প্রশ্ন ঘুরছে শীতপ্রেমীদের মধ্যে। এরইমধ্যে একটু হলেও যেন সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে পারা পতনের ইঙ্গিত হাওয়া অফিসের। কলকাতার পারা নেমে যেতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। জাঁকিয়ে শীত পড়তে পারে পশ্চিমের জেলা গুলিতেও। সোজা কথায়, সপ্তাহ ঘুরতেই শুরু হয়ে যাবে শীতের সেকেন্ড স্পেল। বইবে উত্তর ও উত্তর পশ্চিমের শীতল হাওয়া। তাতেই নামবে তাপমাত্রা।
আরো পড়ুন:– বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনও পার্থক্য নেই, মেহবুবা মুফতির মন্তব্যে বিতর্ক তুঙ্গে
হাওয়া অফিসের কর্তারা বলছেন, শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একইরকম থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার থেকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে দার্জিলিংয়ে। হালকা বৃষ্টি হতে পারে কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতেও। তবে কোল্ড ওয়েভের সম্ভাবনা অন্যান্য বছরের থেকে এবার কম থাকছে বলে জানাচ্ছে ভারতের মৌসম ভবন।
একই সঙ্গে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে শনিবার ৭ ডিসেম্বর। যার প্রভাবে ৭ থেকে ৯ ডিসেম্বর উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকায় তুষারপাতের পাশাপাশি বৃষ্টিও হতে পারে। সিকিম ও সিকিম সংলগ্ন উত্তরবঙ্গের এলাকাতেও প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। #Short News