Bangla News Dunia, Pallab : প্রতি বছরের মতো এ বছরও ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ফেব্রুয়ারি মাসে। তবে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে সমগ্র শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকদের সকলের মনে একটাই প্রশ্ন থাকে কবে বের হবে মাধ্যমিকের রেজাল্ট। অবশেষে সকলের মনের দুশ্চিন্তা দূর করে সকলকে আশার আলো দেখাতে আজকের এই প্রতিবেদনটি। অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে ২০২৫ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তারা কিভাবে মাধ্যমিকের রেজাল্ট চেক করবেন এবং কবে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে সমস্ত কিছু বিস্তারিত আপনারা এই প্রতিবেদন থেকে জেনে জেনে নিতে পারেন।
আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর
২০২৫ এ কয়েক লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এবং সকলেই এখন পরীক্ষার ফলাফলের দিকে চেয়ে বসে আছেন। তবে চলতি বছরে পাশের হার অন্যান্য বছরের তুলনায় একটু বেশি এমনটাই জানা গেছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে এবছর পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। প্রশ্নের উত্তরে টাচ করলে সেখানে নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে পর্ষদের তরফ থেকে। তবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৭৫-৮০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করে। গত বছর অর্থাৎ ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায় রেজাল্ট প্রকাশিত হয়েছিল। বিগত বেশ কয়েক বছরের হিসাব অনুযায়ী মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যেই (আনুমানিক ১০-১৫ মে ২০২৫) মাধ্যমিক রেজাল্ট প্রকাশ হতে পারে।
আরও পড়ুন : এপ্রিল মাসে বদলে যাচ্ছে ব্যাংকের এই নিয়মগুলি, না জানলে পড়তে হতে পারে বিপদে
ফলাফল প্রকাশের তারিখ ও প্রস্তুতি
পরীক্ষার সময়সূচি: এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি পরীক্ষা চলছিল ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ প্রযন্ত।
ফলাফলের তারিখ: মে মাসের দ্বিতীয় অথবা দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ ১০ থেকে ১৫ই মে রেজাল্ট প্রকাশিত হবে। রেজাল্ট দেখার সময় রোল নম্বর ও জন্মতারিখ কাছে রাখুন।