Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : রোজ স্কুলে যেতে হবে না পড়ুয়াদের। মধ্যশিক্ষা পর্যদের তরফ থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়। শারীরিক দূরত্ববিধি সহ অন্য কোভিড বিধিনিষেধ মেনে প্রতি সপ্তাহে সোম, বুধ এবং শুক্রবার দশম এবং দ্বাদশ শ্রেণির ক্লাস হবে। নবম এবং একাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস করানো হবে প্রতি মঙ্গল এবং বৃহস্পতিবার। শনিবার স্কুলে ক্লাস হবে না জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
আরো পড়ুন :- মা লক্ষীর কৃপা পেতে পালন করুন এই সহজ টোটকা
নোটিশে জানানো হয়েছে , নবম থেকে দ্বাদশ, চারটি শ্রেণির ক্লাস সকাল ১০:৫০ থেকে শুরু হবে। তা শেষ হবে বিকেল সাড়ে চারটে নাগাদ। তবে দার্জিলিং এবং কালিম্পং জেলার স্কুলিং টাইম ভিন্ন। পাহাড়ের ওই দুই জেলায় সকাল সাড়ে ৯টা থেকে ক্লাস শুরু হবে। শেষ হবে দুপুর তিনটে নাগাদ। শনিবার ক্লাস না নেওয়ার সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে এদিন। ক্লাস না হলেও, ফিডব্যাক সেশন, সচেতনতামূলক ক্যাম্পেইন বা অভিভাবকদের সঙ্গে কথাবার্তা বলার কাজ করা যাবে।
আরো পড়ুন :- হিন্দুত্ব কি ? হিন্দু ধর্ম কিভাবে আসলো ? পড়ুন বিস্তারিত কাহিনী সংক্ষেপে
কিন্তু, প্রথম থেকেই শনিবার ক্লাস করানোর পক্ষপাতী ছিলেন না রাজ্যের শিক্ষকরা। তাঁদের দাবি ছিল, শনিবার স্কুলে কম ছাত্রছাত্রী আসবে। তাই তাঁরা ওইদিন ক্লাস নিতে অনিচ্ছুক ছিলেন। তবে বিষয়টিকে আমল দেয়নি পর্ষদ।
মঙ্গলবার থেকে শুক্রবার পড়ুয়াদের উপস্থিতি যতটা ছিল, শনিবার তেমনটা ছিল না। আর সেই কারণেই শনিবার ক্লাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পর্ষদের সিদ্ধান্তে স্বাভাবিক ভাবে খুশি রাজ্যের শিক্ষক মহল।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
মাস্ক ব্যবহার করুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন