Bangla News Dunia, অজয় দাস :- করোনার জেরে সারা বিশ্ব আতঙ্কিত। এই দিন করোনাতে আক্রান্ত হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি নিজেকে সেলফ – আইসোলেশনে রেখেছেন। করোনা থেকে মুক্তি পেতে বিশেষজ্ঞরা বার বার হাত ধুতে হাত ধুতে বলেছেন। নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেছেন।
তবে আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা এখনো এই জিনিসটি বুঝে উঠতে পারছেন না। তবে আরো এক শ্রেণীর মানুষ আছে যারা সব বুঝে ও তাদের কর্তব্যে পালন করছেন না।
[ আরো পড়ুন :- ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে লক ডাউনে ! সোশ্যাল মিডিয়ায় ঘুরছে খবর ]
প্রথম শ্রেণীর লোকেদের তো তবু ছাড় দেওয়া যায় যে তারা জিনিসটা বুঝতে পারছেন না। কিন্তু দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা সব বুঝে ও তা পালন করেন না তাদের বিভিন্ন সময় ঘরের বাইরে ঘুরতে , আড্ডা দিতে দেখা যায়।
তারা যেমন নিজেদের ক্ষতি করছেন , তারই সাথে তার পরিবারের ও সমাজের ক্ষতি করছেন। নীচের ভিডিওটিতে দেখা যায় একটি বহুরূপী সরীসৃপ হাত ধুচ্ছে। কিন্তু আমাদের সমাজের বুঝদার কিছু মানুষ এটা এখনো বুঝতে চাইছেন না।
[ আরো পড়ুন :- পাকিস্তান ৩.৭ বিলিয়ন ডলার এর লোন চাইলো করোনা মোকাবিলার জন্য ]
Chameleon not only changes colour,
It is changing its behaviour too in view of Corona 😊 pic.twitter.com/lubrBtodbW— Susanta Nanda (@susantananda3) March 27, 2020