কলকাতার জয় আসতে পারেন ট্রাম্প প্রশাসনে  

By Bangla news dunia Desk

Published on:

modi-trump-white-house

 

Bangla News Dunia, দীনেশ :- প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার আগে তাঁর আগামী সংসার গুছিয়ে নিচ্ছেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ভারতীয় বংশোদ্ভূতদের কয়েকজনকে প্রশাসনে আনছেন। এবার পশ্চিমবঙ্গ তথা কলকাতার ছেলে বিশিষ্ট স্বাস্থ্য ও অর্থনীতিবিদ জয়ন্ত তথা জয় ভট্টাচার্য (Jay Bhattacharya) আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট হেলথ (NIH)-এর স্বাস্থ্য অধিকর্তা হতে পারেন। শোনা যাচ্ছে, ট্রাম্পের পছন্দের একেবারে শীর্ষে রয়েছেন জয়। তবে এখনও ঘোষণা হয়নি।

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জয়ন্ত ভট্টাচার্যের জন্ম কলকাতায়, ১৯৬৮ সালে। তিনি জয় নামেই পরিচিত। জয় ১৯৯৭ সালে এমডি করেছেন স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিন থেকে। চিকিৎসা, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে অর্থনীতিকেও গুলে খেয়েছেন তিনি। স্ট্যান্ডফোর্ড থেকেই ২০০০ সালে তাঁর অর্থনীতিতে পিএইচডি। ২০১১ সাল থেকে স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডেমোগ্রাফি অ্যান্ড ইকনমিক্স অফ হেলথ অ্যান্ড এজিং সেন্টারের পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। জয়ের গবেষণার বিষয় হল, বিশ্বে স্বাস্থ্য পরিষেবায় দুর্বল জনগোষ্ঠীর স্বাস্থ্য ও সুস্থতায় অর্থনীতির প্রভাব। এই ক্ষেত্রে সরকারি কর্মসূচির ওপরেও তাঁর গবেষণা আলোকপাত করেছে।

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

আমেরিকায় ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস-এর অধীনে রয়েছে এনআইএইচ। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস পরিচালনায় ট্রাম্প বেছে নিয়েছেন রবার্ট এফ কেনেডিকে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই কেনেডির সঙ্গে দেখা করেছেন জয়। তাঁদের মধ্যে কী কথা হয়েছে তা জানা যায়নি।

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

জয় ২০২২ সালে মার্কিন সরকারের কোভিড নীতির কড়া সমালোচনা করে একটি খোলা চিঠি দিয়েছিলেন। ‘গ্রেট ব্যারিংটন ডিক্ল্যারেশন’ নামে সেই চিঠিতে লকডাউন ফিরিয়ে এনে আমেরিকার দুর্বল মানুষদের সুরক্ষা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। বাইডেন জমানায় সেই চিঠিকে সমর্থন জানিয়েছিলেন একাধিক রিপাবলিকান সেনেটর।

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন