Bangla News Dunia, Pallab : ডিসেম্বরে বাকি রয়েছে আর মাত্র হাতেগোনা আর কয়েকটা দিন। কিন্তু ভরা পৌষেও দেখা নেই কাঁপানো ঠান্ডার। তাই অগত্যা হালকা শীতের অনুভূতি নিয়েই খানিক আনন্দে মেতেছে গোটা রাজ্য। অবাক করা বিষয় হল বড়দিন পেরিয়ে গেলেও জমাটি ঠান্ডা এখনো অধরা দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এ খানিক বেশি ঠান্ডার আমেজ রয়েছে। কিন্তু এরই মাঝে ফের একবার বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে।
তবে হাওয়া অফিস জানিয়ে দিয়েছে চলতি বছরে জাঁকিয়ে শীত পড়ার আর কোনো সম্ভাবনা নেই। কারণ আগামী শনিবার অর্থাৎ ২৮ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা। তবে রবিবার থেকে পারদপতন হতে পারে। তাপমাত্রা কমলেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা এখনই নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরো পড়ুন:– কলকাতার বসু বিজ্ঞান মন্দিরে অনন্য গবেষণা, বিশ্বকে তাক লাগিয়ে দিলেন বাঙালি বিজ্ঞানীরা
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
সকাল থেকেই দক্ষিণবঙ্গ সহ কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা গিয়েছিল। তবে বেলা বাড়তেই ঝলমলে রোদের দেখা পাওয়া গিয়েছে। কিন্তু শুষ্ক আবহাওয়া থাকলেও আজও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া অফিস জানিয়েছে আজও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে। অর্থাৎ বড়দিনের পরেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির আমেজ থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনার কথা জানায়নি আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ উত্তরবঙ্গে আজ আবহাওয়া সর্বত্র শুষ্ক থাকবে। জানা গিয়েছে মাঝে উত্তরবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। কিন্তু তার পরে ফের ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। তবে আগামী ২৯ ডিসেম্বর উত্তরে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের কয়েকটি অংশে।