Bangla News Dunia, দীনেশ :- সম্প্রতি শিলিগুড়ির (Siliguri) এক স্বনামধন্য কলেজে ছাত্রীকে অশ্লীল মেসেজ করার অভিযোগ উঠেছিল ওই কলেজেরই ইংরেজির বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে। সেই রেশ কাটতে না কাটতেই ফের অশ্লীল মেসেজের অভিযোগ রাজ্যের আরও এক কলেজের অধ্যাপকের বিরুদ্ধে। দিনের পর দিন হোয়াটসঅ্যাপে ছাত্রীকে অশ্লীল প্রস্তাব দিয়েছেন স্কটিশচার্চের (Scottish Church College) কলেজের অধ্যাপক! ঘটনা সামনে আসতেই বৃহস্পতিবার সকাল থেকে ছাত্র বিক্ষোভে উত্তাল হল কলেজ ক্যাম্পাস।
আরো পড়ুন :- সংসদে মোদী সরকারের পাশে দাঁড়াল তৃণমূল !
কলেজের ছাত্র-ছাত্রীরা এদিন সংবাদ মাধ্যমের সামনে বলেন, ‘শারীরশিক্ষা বিভাগের এক অধ্যাপক, যার কাজ ছিল একটু আর্থিকভাবে দুর্বল পড়ুয়াদের টার্গেট করে তাঁদের বিভিন্ন জায়গায় কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অশ্লীল মেসেজ পাঠানো এবং কুপ্রস্তাব দেওয়া। একজন নয় একাধিক ছাত্রীর সঙ্গে তিনি এই কাজ করেছেন। বিষয়টি সামনে আসার পর অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি কর্তৃপক্ষ। আমাদের জবাব চাই, কর্তৃপক্ষ আদৌ কী ব্যবস্থা নিয়েছে?’
আরো পড়ুন :- এ দেশে রাস্তায় গাড়ি থামালে বিপদ, হবে বিপুল অঙ্কের জরিমানা, জানুন আজব আইন সম্পর্কে
চলতি বছর জুন-জুলাই মাস থেকে এ ধরনের ঘটনা ঘটেই চলেছে। ওই অধ্যাপকের পাঠানো মেসেজের স্ক্রিনশট ইতিমধ্যেই গোটা কলেজে ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ অধ্যাপককে সাসপেন্ড করেছে বলে নোটিশ দিলেও, আর কোনও পদক্ষেপ নেয়নি। এ নিয়েই বেজায় ক্ষুব্ধ পড়ুয়ারা আজ বিক্ষোভে শামিল হন। তবে প্রথম সারির কলেজে অধ্যাপকের এই কর্মকাণ্ড নিয়ে নিন্দার ঝড় উঠেছে গোটা রাজ্যে। পাশাপাশি অনেকেই প্রশ্ন করেছেন স্কটিশচার্চের মত কলেজেও যদি নারী নিরাপত্তা না থাকে, তাহলে আর কোথায় থাকবে?
আরো পড়ুন :- ভারত-চিন সীমান্তের পরিস্থিতি এখন কী অবস্থায়? লোকসভায় জানালেন বিদেশমন্ত্রী