Bangla News Dunia, দীনেশ :- কেমন আছেন ‘কালীঘাটের কাকু?’ (Kalighater Kaku) তা জানার জন্য আগ্রহী সকলেই। হাসপাতাল (Hospital) সূত্রে জানা গেছে, সোমবার রাত থেকে ‘কাকু’কে রাখা হয়েছে ভেন্টিলেশনে। ইতিমধ্যেই তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রতি মুহূর্তে তাঁর শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।
জেলবন্দি হওয়ার পর থেকেই অসুস্থ ‘কালীঘাটের কাকু।’ জেল হেপাজতেই তাঁর চিকিৎসা চলছিল। অসুস্থতার কারণেই একাধিকবার সশরীরে আদালতে উপস্থিত হতে পারেননি তিনি। গতকাল আদালতে শুনানির জন্য কাকুকে আনার আগেই জেলের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে।
আরো পড়ুন :- ‘এবার ঘুরে দাঁড়ানোর পালা’- কার উদ্দেশ্যে বার্তা সলমন খানের ?
হাসপাতাল সূত্রে শেষ আপডেট অনুযায়ী, কাকুর শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। ভেন্টিলেশনেই রাখা হয়েছে কাকুকে। সেক্ষেত্রে ২ তারিখের মধ্যে সুস্থ হয়ে তাঁর পক্ষে আদালতে হাজিরা দেওয়া কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন রয়েছে চিকিৎসকদের মধ্যেই।
আরো পড়ুন :- ফোন ধরলেই সর্বনাশ ! এই নম্বরগুলি থেকে কল আসলে ভুলেও তুলবেন না