চরম গোষ্ঠী কোন্দলে জেরবার বঙ্গ সিপিএম !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

CPM

Bangla News Dunia , Pallab : ভোটাভুটি থেকে সম্মেলন পর্বে শুরু করে চরম কোন্দলও বেশ কয়েকটি জেলায় এরিয়া কমিটির সম্মেলনে। আর তারই মধ্যে খোদ কলকাতাতেও টালিগঞ্জ ২ নম্বর এরিয়া কমিটির সম্মেলনে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা নজিরবিহীন। এর পর থেকেই বিব্রত আলিমুদ্দিন স্ট্রিট। উপদলীয় কার্যকলাপ বন্ধে জেলায় জেলায় কড়া বার্তা পাঠাল বঙ্গ সিপিএম।

আরো পড়ুন :- G-২০ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন প্রধানমন্ত্রী, যাবেন নাইজেরিয়া, গায়ানায়

দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকেও কড়া বার্তা পাঠানো হচ্ছে আলিমুদ্দিনের তরফে। বলা হয়েছে, সম্মেলন সংক্রান্ত নির্দেশিকার কথা পার্টিকে বলা হয়েছে। আর বার্তা দিয়ে বলেছেন, “কিছু কিছু ক্ষেত্রে মনে হয় তারা দলের কথা মানিয়ে নিতে পারছে না। হয় মানিয়ে নিতে হয়, না হলে দলের বাইরে যেতে হয়।”

৩৪ বছর যে সিপিএম পার্টির নেতৃত্বে বামফ্রন্ট সরকার বাংলায় ক্ষমতায় ছিল। চোদ্দো বছর ক্ষমতায় নেই সেই সিপিএম। তার পরও পার্টির রাজ্য সম্পাদককে দলের নেতা-কর্মীদের একাংশের প্রতি বার্তা দিয়ে বলতে হচ্ছে, পার্টিতে শৃঙ্খলাই শেষ কথা। দলের গঠনতন্ত্র মেনে সবাই সম্মত হয়েই সই করে স্বেচ্ছায় পার্টিতে আসে। পাশাপাশি সম্মেলন সম্পর্কে একাধিক নির্দেশিকা দিয়ে উপদলীয় কার্যকলাপ বন্ধের ভিত্তিতে বিভিন্ন স্তরের সম্মেলন গুলিকে সফলভাবে সংগঠিত করতে আরও গুরুত্ব আরোপ করতে হবে। এবং একইসঙ্গে পার্টিকে আরও সংহত, ঐক্যবদ্ধ ও আন্দোলনমুখী করে তুলতে হবে। #End

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

 

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন