Bangla News Dunia, দীনেশ : চলতি বছর লন্ডন (London) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)! সুত্র মারফৎ এমন খবরই সামনে এল। চলতি বছর মার্চের তৃতীয় সপ্তাহে লন্ডনে যেতে পারেন মুখ্যমন্ত্রী। অক্সফোর্ড ইউনির্ভার্সিটি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানা গেছে, আগামী ২৪ থেকে ২৬ মার্চের মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক আগেই তাঁকে আমন্ত্রণ জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এখন দেখার মুখ্যমন্ত্রীর ভাষণ বিশ্ববরেণ্য এই বিশ্ববিদ্যালয়ে শোনা যায় কিনা।
আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….
আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও
২০২৩ এর নভেম্বরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রো ভাইস চ্যান্সেলার জোনাথন মিচি। সেই সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দীর্ঘক্ষণ কথা হয়। সেই সময় জোনাথন মিচি মুখ্যমন্ত্রীকে আমন্ত্রন জানিয়েছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাষণ দেওয়ার জন্য। সেই সঙ্গে তিনি বলেছিলেন, ‘আমরা মমতা বন্দ্যোপাধ্যাযের লড়াই এবং সাফল্যের কথা বিশ্ববিদ্যালয়ের মঞ্চে শুনতে চাই। তাই এই আমন্ত্রণ জানিয়ে গেলাম।’ এখন দেখার মার্চে যদি মমতা অক্সফোর্ডে যান সেখান থেকে শেষ পর্যন্ত তিনি কী বার্তা দেন।
আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025