চলন্ত ট্রেনে হেনস্থার শিকার নববধূ, বাধা দিতেই বেধড়ক মার স্বামীকে

By Bangla News Dunia Rajib

Published on:

nobobadhu

Bangla News Dunia , Rajib : রেলযাত্রায় ভয়াবহ অভিজ্ঞতা হলো এক নববধূর। মঙ্গলবার মধ্যরাতে দিল্লি থেকে আলিগড়গামী একটি প্যাসেঞ্জার ট্রেনে ওই মহিলাকে চার যুবক নিগ্রহ করে বলে অভিযোগ। ঘটনা ঘটে উত্তরপ্রদেশে। যুবকদের বাধা দিতে গেলে মহিলার স্বামীকে গালিগালাজ করা হয়। আলিগড় জংশনে নামার পরেও হেনস্থা চলতে থাকে বলে অভিযোগ। তখন প্রতিবাদ করায় অভিযুক্ত ৪ জন ওই বধূর স্বামীকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ট্রেনে যখন হেনস্থা চলছিল তখন যাত্রীদের কাছে সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ।

আরো পড়ুন :- পাহাড়ে কর্মসংস্থানে জোর, ৪টি ‘স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরো পড়ুন :- দুঃসংবাদ রাসেলকে নিয়ে, চিন্তায় KKR

প্ল্যাটফর্মে নামার পরেও যখন হেনস্থা ও নিগ্রহ চলতে থাকে, তখন ওই মহিলা তারস্বরে চেঁচাতে থাকেন। সেই চিৎকার শুনে এগিয়ে আসেন প্ল্যাটফর্মে থাকা কিছু ব্যক্তি। পুলিশকে খবর দেওয়া হয়। ওই মহিলার অভিযোগ, সব ঘটনা বলার পরেও তাঁর স্বামীকেই প্রথমে আটক করেছিল জিআরপি। এর মধ্যেই ওই দম্পতির আত্মীয়রা স্টেশনে চলে আসেন। তাঁদের বিক্ষোভে অবশেষে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আলিগড় জিআরপি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়। সংবাদমাধ্যম সূত্রের খবর, শেষ পর্যন্ত জিতু সিংহ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মহেশ নামে এক অভিযুক্ত ফেরার। বাকি ২ জনের পরিচয় জানা যায়নি।

সংবাদমাধ্যমকে নিগৃহীতা জানিয়েছেন, দিল্লি থেকে ট্রেন ছাড়ার পরেই তাঁর দিকে এক টানা তাকিয়ে ছিলেন অভিযুক্তরা। তাতে আপত্তি জানানোয় তাঁর গায়ে হাত দেওয়ার চেষ্টা করা হয়। তখন প্রতিবাদ করতেই তাঁর স্বামীর উপর হামলা করা হয় বলে তাঁর অভিযোগ। প্যাসেঞ্জার ট্রেনে এক মহিলাকে এমন ভাবে হেনস্থার ঘটনা ফের প্রশ্ন তুলেছে রেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে।

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

 

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন