Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে সিঙ্গুরের কৃষক আন্দোলন এক চির স্মরণীয় ইতিহাস হয়ে রয়েছে সকলের যাচ্ছে। সেই সময় ছিল বাম সরকারের দাপট। সদ্য প্রয়াত রতন টাটা যিনি সিঙ্গুরে ন্যানো গাড়ির কারখানা করার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সেই স্বপ্ন সারাজীবনের জন্য অধরাই থেকে গেল। এখনও পর্যন্ত সিঙ্গুরে না হয়েছে শিল্প না হচ্ছে চাষবাস। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর বাসীদের জন্য যে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিল সেই ট্রেন এবার বন্ধের সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।
আরো পড়ুন:– লং টার্মে লগ্নি কথা ভাবছেন? ২০২৫ সালে কিনতে পারেন এই ৯ স্টক
মমতার চালু করা ট্রেন এবার বন্ধের মুখে
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ২০০৯ সালে যখন রেলমন্ত্রী ছিলেন, সেই সময় তিনি ‘সিঙ্গুর আন্দোলন লোকাল’ (Singur Andolan Local) চালু করেছিলেন। মূলত সিঙ্গুর কৃষিজমি আন্দোলনকে স্মরণীয় রাখার জন্য চালু হয়েছিল এই ট্রেনটি। প্রতিদিন সিঙ্গুর স্টেশন থেকে সকাল ৮টা ১২ মিনিটে ছাড়ে ওই ট্রেন। প্রায় ১৫ ধরে চলছে এই ট্রেন। এই স্টেশন দিয়ে মোট ৫২টি গ্রামের মানুষ যাতায়াত করেন। বেশ সুবিধাও হত সেখানকার মানুষদের সহজে যাতায়াত করতে। কিন্তু এই আবহে ভারতীয় রেলের তরফে জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ ২০২৫-এর ১ জানুয়ারি থেকে এই ট্রেন পুরোপুরি বন্ধ থাকবে না। বরং বদল হবে রাস্তার।
সিঙ্গুর স্টেশনে তৃণমূলের প্রতিবাদ সভা
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে সিঙ্গুরের দু’টি লোকাল ট্রেনের মধ্যে একটি হরিপাল, অন্যটিকে তারকেশ্বর পর্যন্ত চালানো হবে। কিন্তু এই নির্দেশ কোনমতেই মেনে নিতে পারছে না শাসক দল। আর এবার তারই প্রতিবাদে আজ অর্থাৎ মঙ্গলবার সকালে সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে সিঙ্গুর স্টেশনে একটি প্রতিবাদ সভা শুরু হয়। অভিযোগ পূর্ব রেলের এই সিদ্ধান্ত সম্পূর্ণ চক্রান্ত করে করা হয়েছে। তাঁদের এই প্রতিবাদ সভায় যোগদান করেছেন হরিপালের বিধায়ক করবী মান্না-সহ তৃণমূল নেতৃত্ব এবং সিঙ্গুরের নিত্যযাত্রীদের একাংশ।
তবে সিঙ্গুর স্টেশনে এই প্রতিবাদ সভাকে সম্পূর্ণ যথাযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়েছেন পূর্ব রেলের এক আধিকারিক। তিনি জানান, যাত্রীদের চাহিদার কথা ভেবেই রেল এই সিদ্ধান্ত নিয়েছে। দু’টি সিঙ্গুর লোকালের মধ্যে যদি একটি তারকেশ্বর, অন্যটি হরিপাল পর্যন্ত চলে। তাহলে সিঙ্গুরের যাত্রীদের কোনও প্রকার অসুবিধা হবে না। বরং উল্টে তাঁদের লাভ হবে। তবে মন্ত্রী বেচারাম মান্নার দাবি, রেলের এই হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল দলমত নির্বিশেষে ট্রেনের যাত্রীদের নিয়ে সকালে হাওড়া থেকে ছেড়ে আসা তারকেশ্বর লোকাল ট্রেন আটকে দেওয়া হবে।