চায়ে পে চর্চায় ব্যাস্ত রূপক মিত্র

By Bangla news dunia Desk

Updated on:

rupak mitro

Bangla News Dunia , দীনেশ : ইতিমধ্যেই রাজ্যের ছয় কেন্দ্রে উপনির্বাচনের প্রচার জোর কদমে চলছে। আর নৈহাটি বিধানসভা কেন্দ্রেও বিভিন্ন দলের প্রার্থীরা জোর কদমে প্রচার চালাচ্ছেন। সেই অনুযায়ী নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী রূপক মিত্র নৈহাটি বিধানসভা এলাকার সাহেব কলোনির বাজারে সাধারণ মানুষ ও রাজ্য নেতৃত্বকে সঙ্গে নিয়ে চায়ে পে চর্চা করেন।

রূপক মিত্রকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ইতিমধ্যেই আমরা কাঁপা ও চারাপোল এলাকায় নির্বাচনী প্রচার সম্পন্ন করেছি। এই এলাকায় ইতিমধ্যেই আমরা এগিয়ে রয়েছে। তবে নৈহাটি বিধানসভা এলাকার মানুষ বিজেপিকেই চাইছে, কারণ মানুষ উন্নয়ন চায় দুর্নীতি নয়। তিনি আরো বলেন, আজ আমরা কাঁপা থেকে চারাপোল পর্যন্ত যেই জনসংযোগ যাত্রার করলাম সেখানে আমাদের রাজ্য নেত্রী ফাল্গুনী দি উপস্থিত থাকায় সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।

কারণ বিশেষত ভোটের প্রচারে প্রতিটি প্রার্থী শহরকেন্দ্রিক এলাকায় প্রচার চালায় ও রাজ্য নেতৃত্বের নেতা বা নেত্রীরাও শহরকেন্দ্রিক এলাকায় প্রচারে আসে। কারণ সেখানে ভোটার সংখ্যা বেশি কিন্তু বিজেপি একমাত্র দল যাদের ছোট থেকে বড় নেতা নেত্রী সকলেই সমান। তাই আমাদের রাজ্য নেতা বা নেত্রী সকলেই গ্রামগঞ্জের কাঁচা মাটিতে, সরু গলিতে প্রচার চালাতে দ্বিধাবোধ করে না। কারণ সকলেই মাটির মানুষ, মাটি থেকে উঠে আসা মানুষ। তারা তৃণমূলের মত ডায়লগ-এর মাটির মানুষ নয়।

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন