জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইউনূস, দ্রুত নির্বাচন নিয়ে মুখ খুলবেন?

By Bangla News Dunia Rajib

Published on:

unuus

Bangla News Dunia , Rajib রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে এই ভাষণ দেবেন তিনি।

রবিবার, বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যা ৭টার সময়ে এই ভাষণ দেবেন তিনি। তাঁর এই ভাষণ সম্প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে। জাতির উদ্দেশে দেওয়া ইউনূসের তৃতীয় ভাষণ হবে এটি।

আরো পড়ুন :- ৩০ বছরের কমবয়সীরা মদ কিনতে গেলে বয়স যাচাই হোক, মামলা সুপ্রিম কোর্টে

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের জেরে গত ৫ অগস্ট পতন হয় শেখ হাসিনার সরকারের। ৮ অগস্ট মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। গত ১০ নভেম্বর মাহফুজ আলম সহ নতুন তিনজন উপদেষ্টা শপথ গ্রহণ করেন। এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ২৪ জন।

দায়িত্ব গ্রহণ করার পরে ২৫ অগস্ট প্রথম বার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন ইউনূস। এর পরে তিনি জাতির উদ্দেশে দ্বিতীয় ভাষণ দেন ১১ সেপ্টেম্বর। সে দিনই রাষ্ট্র সংস্কারের জন্য ৬টি কমিশন গঠন করার কথা জানান তিনি। সেই সঙ্গে নির্বাচন কমিশন এবং সংবিধান সংস্কার-সহ কমিশনগুলির প্রধানদের নামও ঘোষণা করেন ইউনূস।

সম্প্রতি বাকুতে জলবায়ু সংক্রান্ত শীর্ষ বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন ইউনূস। সেখানেই তিনি জানান, তাঁরা চাইছেন বাংলাদেশে দ্রুত নির্বাচন করা হোক। নির্বাচন ব্যবস্থা-সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার এবং ভোটের জন্য সব প্রস্তুতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে নির্বাচন হবে বলেও জানিয়েছেন ইউনূস।

আরো পড়ুন :- পাহাড়ে কর্মসংস্থানে জোর, ৪টি ‘স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরো পড়ুন :- দুঃসংবাদ রাসেলকে নিয়ে, চিন্তায় KKR

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন