জামিন চেয়ে সুপ্রিম দরবারে পার্থ ! তবে কি অবশেষে জেলমুক্তি ঘটবে ?

By Bangla news dunia Desk

Published on:

partho

 

Bangla News Dunia, দীনেশ :- গোরু পাচার, নিয়োগ সহ একাধিক দুর্নীতিতে অভিযুক্ত শাসক দলের বহু নেতা ইতিমধ্যেই জামিনে মুক্ত। এমনকি জামিন পেয়েছেন পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ও (Arpita Mukherjee)। এবার জামিনের আবেদনে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

এদিন দেশের শীর্ষ আদালতে ছিল পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিন সংক্রান্ত মামলার শুনানি। মূলত ইডির (ED) মামলায় জামিনে মুক্ত হতে চান তিনি। শুনানি শুরু হতেই ইডির আইনজীবী বলেন, ‘পার্থ জামিন পেলে তথ্য-প্রমাণ লোপাট এবং প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করার চেষ্টা করবেন। অর্পিতা নিজে স্টেটমেন্টে জানিয়েছেন।’ এই কথা শুনে পার্থের আইনজীবী পালটা বলেন, ‘অর্পিতার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। পার্থর বাড়ি থেকে কোনও টাকা উদ্ধার হয়নি। অর্পিতা ট্রায়াল কোর্ট থেকে জামিন পেয়েছে। তাহলে উনি কেন পাবেন না?’

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

এই যুক্তি শুনে ইডির আইনজীবী বলেন, ‘প্রায় ৫০০০০ যোগ্য ছাত্র-ছাত্রীর জীবন এই বিপর্যস্ত হয়ে গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। গ্রেপ্তারের পর ডাক্তারের উপর প্রভাব খাটিয়ে মিথ্যা অসুস্থতার বাহানা করেছিলেন। বৃহত্তর স্বার্থে তার জামিন হওয়া উচিত নয়।’

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

যদিও শুনানি শেষে জামিনের আবেদন স্থগিত রেখেছেন বিচারপতি। পরবর্তী শুনানি আগামী সোমবার। এখন দেখার আগামী শুনানিতে পার্থর জেলমুক্তি ঘটে কিনা।

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন