জীবনে নানা রকম আর্থিক চাপ দূর করতে চান ? দূর্গা পুজোয় মেনে চলুন এই সহজ বাস্তু টিপস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

bastu tips

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- যত সময় এগিয়ে যাচ্ছে বদলে যাচ্ছে জীবনের গতি প্রকৃতি, ততই চাহিদা বাড়ছে সব কিছুর। আর দামি হয়ে উঠছে প্রতিটা জিনিস।‌ আজকাল বাজারে বা অন্য কিছু কিনতে গেলেও যেন পকেটে বিরাট টান পড়ে। অর্থের এই সঙ্কট যেন কমছে না কিছুতেই। তবে সমস্যা মেটানোর উপায় নেই তা নয়। বরং দেবী দুর্গার পুজোর মাহেন্দ্রক্ষণই সেই উপায়। এই শুভ সময়ে একটি বিশেষ প্রথা মেনে চলতে হবে। তাহলেই দেখা যাবে কমে গিয়েছে অর্থের সঙ্কট।

আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা

এর জন্য একটি বিশেষ পাতা জরুরি। এই পাতার উপর দেবীপক্ষের শুরু থেকেই মায়ের বীজমন্ত্র লিখে রাখতে হবে। পাঁচদিন পর পর এভাবে বীজমন্ত্র লিখতে হবে চন্দনকাঠ দিয়ে।

 

avilo home

 

নবমীর দিন এই পাতা গুলি একটা লাল শালু দিয়ে মুড়িয়ে বেঁধে নিন। এর পর এটি টাকা পয়সা যেখানে রাখেন, সেখানে রেখে দিন। মায়ের আশীর্বাদে ফুলে ফেঁপে উঠবে আপনার সঞ্চয়।

এই পাতা হল পান পাতা। দেবীপক্ষে অর্থের সঙ্কট দূর করতে পানপাতার গুণ অনেক ।‌ মায়ের নাম করে এই পাতায় মন্ত্র লিখলে সন্তুষ্ট হন দেবী মহিষাসুর মর্দিনী‌।

আরো পড়ুন :- বছরের শেষ সূর্যগ্রহণে তৈরি হবে অশুভ যোগ ! সমস্যায় পড়বে এই ৫টি রাশি

আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন