ট্যালেন্টেড ছাগলের ভাইরাল ভিডিও , দেখে অবাক হবেন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ দেব :- সমাজে প্রচলতি আছে “পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়”  কথাটি ব্যাঙ্গ করে বলা হয়ে থাকে কাউকে। কিন্তু ছাগল ও যে বুদ্ধিমান তা ছাগল নিজেই প্রমান দিলো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি ছাগল একটি বাইকের উপরে উঠে একটি গাছের পাতা খাচ্ছে। সে যদি ওই বুদ্ধি করে ওই বাইকের উপরে না উঠতো তবে কখনই সে সেই গাছের পাতা খেতে পারতো না। কারণ ছাগলের উচ্চতা অতটা নয় যে সে ওই গাছের পাতা নিচে দাঁড়িয়ে খেতে পারবে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন