Bangla News Dunia, Pallab : নতুন সপ্তাহ শুরু হতে না হতেই ফের একবার আবহাওয়া বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া অফিস। না তবে পারদ পতন নয়, বরং পারদ বাড়ার পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী কয়েক ঘন্টার পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ফের বাড়বে। রক্ষা একটাই, কলকাতার সহ দক্ষিণবঙ্গে আপাতত কোন বৃষ্টির সম্ভাবনা নেই। শীতকাল হবে আর কুয়াশা থাকবে না সেটা তো হতেই পারে না। আজ মঙ্গলবার ভোরের দিকে হালকা কুয়াশা রয়েছে। যদিও বেলা বাড়তে সেই কুয়াশার ভাবও কেটে যাবে। এদিকে আজ আবার মকর সংক্রান্তি। আর বিশেষ দিনে পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ায় এক আমূল পরিবর্তন আসতে চলেছে। না জাঁকিয়ে ঠান্ডা খুব একটা থাকবে না। তবে আবার একেবারেও যে ঠান্ডা থাকবে না। যাইহোক, আজ বাড়ি থেকে বেরোনোর প্ল্যান থাকলে জেনে নিন কেমন থাকবে সারাদিন আবহাওয়া।
আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ প্রথমেই আলোচনা করা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। কলকাতা, হুগলি, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে ঘন কুয়াশার সতর্কতা। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া বইছে। গত তিন দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। তবে দক্ষিণবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতেই গরম বাড়তে শুরু করেছে।
পশ্চিমী ঝঞ্ঝার জেরে ইতিমধ্যেই উত্তর-পশ্চিম ভারতে মেঘ ও বৃষ্টি শুরু হয়েছে। আগামী দু-তিন দিন কলকাতা ও দক্ষিণবঙ্গে আকাশ কুয়াশা ও মেঘলা আকাশ থাকবে। আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের আবহাওয়া বিজ্ঞানী এইচ আর বিশ্বাস বলেন, ১৬ জানুয়ারি পর্যন্ত তা তিন ডিগ্রি বাড়তে পারে এবং ১৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকলেও আজ উত্তরবঙ্গ ও দার্জিলিং পাহাড়ে বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদাতে ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে। দৃশ্যমানতা ৫০ মিটার বা তার নীচে নেমে আসতে পারে এই জেলাগুলিতে।
আগামীকালের আবহাওয়া
বুধবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে জেনে নেওয়া যাক। জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদাতে ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে। এদিকে কলকাতা, হুগলি, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে ঘন কুয়াশার সতর্কতা। কলকাতায় মাঝারি কুয়াশার সম্ভাবনা। দৃশ্যমানতা ৫০ মিটার বা তার নীচে নেমে আসতে পারে এই জেলাগুলিতে। আবহাওয়াবিদরা বলছেন, ‘১৬ জানুয়ারির পর আবার তাপমাত্রা কমবে। ফের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।’