Bangla News Dunia, Pallab : দেখতে দেখতে বড়দিন কেটে গেল, কিন্তু শীতের দেখা নেই। গত ১০ বছরে গতকালই ছিল উষ্ণতম বড়দিন। ডিসেম্বরের শেষলগ্নে এই মেঘলা আকাশ আর টুপটাপ বৃষ্টি নিয়ে কাঁটা হয়ে দাঁড়াল পশ্চিমি ঝঞ্ঝা। এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে, উত্তর পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। যা আগামী সোমবার রাজ্যে প্রবেশ করতে চলেছে। অন্যদিকে, আগামীকাল অর্থাৎ শুক্রবার উত্তর পশ্চিম ভারতে আরও একটি ঝঞ্ঝা ঢুকতে পারে বলে পূর্বাভাস। আবহাওয়ার রিপোর্ট বলছে, এই জোড়া ফলাতে শীত থাকবে এবার একদিন ব্যাকফুটে।
আরো পড়ুন:– কলকাতার বসু বিজ্ঞান মন্দিরে অনন্য গবেষণা, বিশ্বকে তাক লাগিয়ে দিলেন বাঙালি বিজ্ঞানীরা
আজকের আবহাওয়া
আজ অর্থাৎ বৃহস্পতিবার, সকাল থেকেই হালকা কুয়াশায় ঢেকেছে গোটা দক্ষিণবঙ্গ সহ কলকাতা। তবে বেলা বাড়তেই কাটতে পারে কুয়াশার প্রভাব। গোটা দিন জুড়ে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তবে মাঝে মধ্যে রোদের দেখা মিলবে। আজও সর্বোচ্চ তাপমাত্রার কোনো হেরফের হবে না। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৮ থেকে ৯৩ শতাংশ।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরের ৫ জেলায় শুকনো আবহাওয়া বজায় থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে শুষ্ক আবহাওয়ার পাশাপাশি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে আগামী কয়েক দিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ সপ্তাহের তৃতীয় কর্মদিবসে রাতের দিকে বঙ্গের তাপমাত্রা সামান্য কমতে চলেছে।পাশাপাশি আজ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। পাশাপাশি আগামিকাল রাতেও বঙ্গের তাপমাত্রা সামান্য কমবে। তবে সপ্তাহান্তে শনি, রবিবার ফের তাপমাত্রা বাড়বে। এবং হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে বঙ্গে। তবে সোমবারের পর আর তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত নেই। অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহে ফের কামব্যাক শীতের। বছর শেষে এবং বর্ষবরণে শীতের আমেজ মিলবে।
আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে হতে পারে ফের বৃষ্টি। শনিবার ও রবিবার পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। এই জেলা গুলিতে অতি সামান্য বৃষ্টিই হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী শনিবার ও রবিবার হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টি ও তুষারপাত হতে পারে। এর ফলে সামান্য কমতে পারে তাপমাত্রা।