দক্ষিণবঙ্গের ৬ জেলায় কুয়াশার দাপট ! জারি থাকবে শীতের ঝোড়ো ব্যাটিং

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন করে হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছেন উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের মানুষ। শীত-কুয়াশা মিলিয়ে একেবারে জমে যেন ক্ষীর হয়ে গিয়েছে বাংলার আবহাওয়া। আপাতত আবহাওয়ার ভাবগতিক বাংলায় এমনটাই থাকবে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর মৌসম ভবন। হাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরেই থাকবে। এক কথায় আরও বেশ খানিকটা শীতের কামড় উপভোগ করতে চলেছেন বাংলার মানুষ। যদিও আগামী ৩ দিন পর বাংলার পারদ ফের ২ থেকে ৩ ডিগ্রি অবধি বাড়তে চলেছে। যাইহোক, আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে জেনে নিন।

আরও পড়ুন:– ছয় থেকে বারো মাস বয়সি শিশুকে কীভাবে খাওয়াবেন ? টিপস দিলেন ডায়েটিশিয়ান

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আজ ঘন কুয়াশার দাপট থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়।

কিছু জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত পৌঁছতে পারে। জেলার বাকি অংশে ঘন কুয়াশা ছড়িয়ে পড়েছে সকাল থেকেই। তবে একটাই রক্ষে, আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। ঠান্ডার দাপট থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, নদীয়া ও বীরভূম জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আজ ঠান্ডা ও ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

আগামীকালের আবহাওয়া

শনিবার কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া জানেন? জেনে নিন ঝটপট। শনিবারও মোটের ওপর তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে মনে করা হচ্ছে। সকালের দিকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় মাঝারি কুয়াশা থাকবে। ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।

আরও পড়ুন:– 15 হাজারে আধার কার্ড, 5 হাজারে প্যান ! বাংলাদেশিদের নকল পরিচয়পত্র বানিয়ে শ্রীঘরে ল’ক্লার্ক

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন