Bangla News Dunia, Pallab : বছরের শুরুটাই শীতল আবহাওয়ার মধ্যে দিয়ে শুরু হয়েছে বাংলায়। কনকনে ঠান্ডা কাকে বলে তা যেন একটু হলেও ফের নতুন করে বুঝতে শুরু করেছেন। গতকাল বুধবার থেকেই বদলাতে শুরু করেছে বাংলার আবহাওয়া। আগামী কয়েকদিন পারদ কিছুটা হলেও নিম্নমুখী থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার ও শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন এলাকায় তাপমাত্রা কমবে। তবে তাপমাত্রা স্বাভাবিকের আশপাশে থাকলেও শীতের তীব্রতা বাড়বে। যাইহোক, এক নজরে জেনে নিন আজ সারাটা দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে।
আরও পড়ুন:– বিমানযাত্রীদের জন্য সুখবর, ডোমেস্টিক ফ্লাইটেও মিলবে Wi-Fi পরিষেবা, কিভাবে এই সুবিধা পাবেন ? জানুন
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ প্রথমেই জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর জানিয়েছে, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪.০ ডিগ্রি সেলসিয়াস থাকবে। দুর্ভাগ্যবশত, এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৩৯০ এ বেশ বেশি। জানা গিয়েছে, এদিন মূলত দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদের আবহাওয়া শুষ্ক থাকবে। যদিও দু এক জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আবহাওয়া শুষ্ক থাকবে। নেই বৃষ্টির সম্ভাবনা। যদিও ঘন কুয়াশার দাপট চলবে আলিপুরদুয়ার, কালিম্পং জেলায়।
আগামীকালের আবহাওয়া
আলিপুর ইঙ্গিত দিয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে শুক্রবার থেকে ঠান্ডা বাড়তে পারে। আগামী কয়েক দিন দার্জিলিঙের পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার সহ বেশ কিছু জেলায় সকালের দিকে কুয়াশার দাপট চলবে বলে খবর।
JOB : ভারতীয় সেনায় SSC অফিসার নিয়োগ 2025https://t.co/YuunH7IhJC
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
JOB : রেলওয়ে TTE নিয়োগ 2025, দেখুন আপনার কি কি জানা দরকারhttps://t.co/NjdMR6XBIM
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
CRPF কনস্টেবল নিয়োগ 2025 : দেখুন আবেদন, যোগ্যতা এবং নির্বাচন বিশদেhttps://t.co/oVAvn83dXS
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025