দিল্লী জয়ের দিন বাংলায় উড়ল পদ্ম নিশান !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bjp

Bangla News Dunia, Pallab :  শুভেন্দুর খাস তালুকে সমবায় সমিতিতে বিজেপির একচেটিয়া জয়। ১১ টি আসনে ১১টি তেই বিজেপির জয়। একটিও আসনে শাসক দল খাতা খুলতে পারল না। পূর্ব মেদিনীপুর জুড়ে সমবায় ভোট নিয়ে ব্যাপক উত্তেজনা মারামারি খুনোখুনির মাঝে খেজুরিতে নিরঙ্কুশ জয় লাভে বর্ণাঢ্য ব়্যালি সহ আবির খেলায় মেতেছে গেরুয়া শিবির।

আরও পড়ুন : দুর্গন্ধজনিত বিভিন্ন শারীরিক সমস্যার জন্য সেরা বায়োকেমিক ঔষধ !

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি নিবেদিতা সমবায় সমিতি দখল করল বিজেপি। দীর্ঘদিন ধরে শাসকদলের দখলে ছিল এই সমবায় সমিতির। এবার ১১টি আসনে ১১ টি তেই জয়লাভ করে বিজেপি। একদিকে যখন দিল্লিতে বিজেপি সরকারের জয়জয়কার ঠিক তেমনি ভাবে এদিন পূর্ব মেদিনীপুর জেলা খেজুরি বিধানসভার অন্তর্গত নিবেদিতার সমবায় সমিতি বিজেপি দখল করায় কার্যত খুশির হাওয়া জেলা জুড়ে।

আরও পড়ুন : কেন্দ্রীয় বিদ্যালয়ে দশম, দ্বাদশ পাশে কর্মী নিয়োগ চলছে! চাকরি হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে

এদিন কাঁথি শহর জুড়ে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। বিজেপির ১১ জন প্রার্থীর মধ্যে মণ্ডল সভাপতি সূর্যকান্ত দাস এবারে এই সমবায়ে বিজেপি দলের পক্ষ থেকে প্রার্থী ছিলেন তিনি। সর্বোচ্চ ভোটে জয়লাভ করেন বর্তমানে সূর্যকান্ত দাস জেলে রয়েছেন তাকে শাসক দল মিথ্যে মামলায় ফাঁসিয়েছে। বিজেপি পক্ষ থেকে জানানো হয়েছে? সূর্যকান্ত খেজুরি ১এর মণ্ডল সভাপতি ছিলেন তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে শাসক দল। যে কারণে এই সমবায় ভোটে মানুষ তার যোগ্য জবাব দিয়েছে।

আরও পড়ুন : ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার ৩০০০ টাকা, বড় ঘোষণা শুভেন্দুর !

আরও পড়ুন : মাধ্যমিক পাসে Adhaar অফিসে চাকরি, হবে বিপুল নিয়োগ ! জারি বিজ্ঞপ্তি

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন