Bangla News Dunia, দীনেশ :- মন্দারমণির (Mandarmani) বিলাসবহুল হোটেল থেকে উদ্ধার হল তৃণমূল নেতার (TMC Leader) ঝুলন্ত দেহ। দুই বান্ধবীকে সঙ্গে নিয়ে মন্দারমণি বেড়াতে গিয়েছিলেন আমডাঙার তৃণমূল নেতা আবুল নাসা। শনিবার সকালে হোটেল থেকে তার দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কাঁথি হাসপাতালে পাঠানো হয়।
আরো পড়ুন :- মেয়েদের ‘ফুলের মতো’ বললেন খামেনেই ! হিজাব বিতর্কের মাঝে অন্য ছবি ইরানে?
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুই বান্ধবী এবং এক বন্ধুকে নিয়ে মন্দারমণির এক বিলাসবহুল হোটেলে বেড়াতে যান আবুল নাসা। শারীরিক অসুস্থতার কারণে এক বান্ধবী বাড়ি ফিরে যান। আরেক বান্ধবী থেকে যান হোটেলেই। ওই বান্ধবী রাতে আবুলের সঙ্গে একই ঘরে ছিলেন। পুলিশ ওই মহিলাকে ইতিমধ্যেই আটক করেছে। পুলিশি জেরায় তিনি জানিয়েছেন, ‘রাতে তিনি বাথরুমে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন ফ্যানের সঙ্গে গলায় গামছা লাগানো অবস্থায় ঝুলছে আবুলের দেহ। দেখা মাত্রই তিনি পুলিশে খবর দেন।’ জানা গেছে ওই মহিলার সঙ্গে আবুলের বন্ধুত্ব প্রায় ৬ বছর ধরে। দুজনের মধ্যে ছিল ঘনিষ্ঠতা। মাঝে মধ্যেই তারা দু’জন বেড়াতে যেত অনেক জায়গায়। আবুল বিবাহিত। কিন্তু ওই মহিলা বিয়ে করেননি। ঘটনার পেছনে ত্রিকোণ প্রেম নাকি অন্য কোনও রহস্য আছে? তা জানার চেষ্টা করছে পুলিশ।
আরো পড়ুন :- মহাকাশে সামরিক ঘাঁটি গড়বে ভারত, শূন্যে টহল দেবে সেনা
অন্যদিকে, ঘটনার খবর পেয়ে কাঁথি হাসপাতালে (Kanthi Sub-Divisional Hospital) পৌঁছন মৃতের বন্ধু ও পরিচিতরা। আবুলের বন্ধু ফজদুর রহমান বলেন, ‘কেন কীভাবে ওঁর মৃত্যু হল বুঝতে পারছি না। ওঁকে ব্যবসার কারণে প্রায়শই বাইরে থাকতে হয়। ব্যবসার কাজে মন্দারমণি আসছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন।’ রাজ্যের অন্যতম জনবহুল পর্যটন কেন্দ্রে বারবার রহস্যজনক মৃত্যুর ঘটনায় পর্যটকদের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরো পড়ুন :- কল্যাণী AIIMS কর্মী নিয়োগ হচ্ছে, মাসিক বেতন ৩০ হাজার টাকা