দুপুর ২টো পর্যন্ত নৈহাটি কেন্দ্রে কেমন ভোট হল জানালেন বিজেপির প্রার্থী রূপক মিত্র। করলেন ছাপ্পার অভিযোগ

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , দীনেশ আজ রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ এসেছে। এমন কি এই উপনির্বাচনেও গুলি করে হত্যার করার মতন ঘটনা আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। এছাড়াও এই ৬ কেন্দ্রে ভোটের আগের দিন থেকেই তৃণমূল ও বিজেপির মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইতিমধ্যেই বিজেপির বিভিন্ন নেতা কর্মীরা দাবি করেছে যে তৃণমূলের গুন্ডাবাহিনীরা তাদের এজেন্টদের রাতে গিয়েই চমকিয়ে এসেছে। যে বাড়ি ছেড়ে চলে যেতে। তারা যাতে ভোট কেন্দ্র পর্যন্ত না পৌঁছায়।

তবে অশান্তির মধ্যে দিয়েই শুরু হয়েছে ভোট গ্রহণ। সকাল আটটা পর্যন্ত বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া চলেছে। কিন্তু তারপর থেকেই আস্তে আস্তে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ উঠে এসেছে। আর তেমন অভিযোগ এসেছে নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকেও। আজ নৈহাটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী রূপক মিত্রের সাথে কথা বললে তিনি বলেন, ভোট কেন্দ্রে তৃণমুলের দ্বারা বিক্ষিপ্ত ছাপ্পা ভোট চলছে। তবে মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারে তাহলে বিজেপি জিতবে।

তিনি আরো বলেন, নৈহাটি বিধানসভা কেন্দ্রের একাধিক এলাকায় আমরা খবর পেয়েছি বিভিন্ন ভোটারদের ভোটকেন্দ্রে পৌঁছানোর আগেই তাদের ধমকানো হচ্ছে তৃণমূলের তরফ থেকে, যাতে করে তারা ভোট দিতে না যায়। তবে ভোট কেন্দ্রে অবশ্যই বাহিনী রয়েছে কিন্তু ভোট কেন্দ্রের বাইরের খেলা খেলছে তৃণমূল। তবে ইতিমধ্যেই আমাদের কাছে খবর এসেছে নৈহাটি বিধানসভা কেন্দ্রের ৬ এবং ৭  নম্বর বুথে ছাপ্পা ভোট চলছে তৃণমুলের দ্বারা। এই ৬ ও ৭ নম্বর বুথ নৈহাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জোনপুর গার্লস হাইস্কুলে করা হয়েছে। আর সেখানেই এই ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছে বিজেপি।

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন