দুর্গাপূজার কোন দিন কেমন থাকবে আবহাওয়া ? দেখুন পুঙ্খানপুঙ্খ পূর্বাভাস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

durga

Bangla News Dunia , পল্লব : আগামী ৫ অক্টোবর (শনিবার) থেকে আগামী ৯ অক্টোবর (বুধবার, ষষ্ঠী) পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই ষষ্ঠীতে। ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আরো পড়ুন:- হামেশাই খান Pan-D, প্যারাসিটামল? ডেকে আনছেন মহাবিপদ! গুণমান পরীক্ষায় ফেল ৫৩ ওষুধ। রয়েছে নকল ঔষধ প্রতিষ্ঠানও

সপ্তমী (১০ অক্টোবর), অষ্টমী (১১ অক্টোবর), নবমী (১২ অক্টোবর) এবং দশমীতে (১৩ অক্টোবর) দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

অর্থাৎ দুর্গাপুজোর সময় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। ষষ্ঠীতে তুলনামূলকভাবে বেশি জায়গায় বৃষ্টি হবে। সপ্তমী থেকে দশমী পর্যন্ত কম সংখ্যক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনও জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। #End

আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন