Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বছর দুয়েক আগে এক বিবাহিত ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন মাঝবয়সি এক মহিলা। ২০২৩ সালে দায়ের হওয়া সেই ধর্ষণের মামলায় এক মাস জেল খেটেছিলেন ওই ব্যক্তি। তার পর জামিনে মুক্ত হন। কিন্তু এর থেকেই ধর্ষণের অভিযোগ তোলা ওই মহিলা বিভিন্ন ভাবে হেনস্থা করছেন বলে অভিযোগ করেছেন ওই ব্যক্তি। তাঁর অভিযোগ, ধর্ষণের মামলা তুলে নিতে এক কোটি টাকা দাবি করেছেন ওই মহিলা। এর পর বাধ্য হয়ে মহিলার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন ওই ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। মুম্বইয়ের ঘটনা নিয়ে এখন আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি একটি বেসরকারি সংস্থায় সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ২০২৩ সালের ১০ নভেম্বর ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাঁকে। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর জামিন পেয়ে জেল থেকে বেরিয়েছিলেন। সম্প্রতি ওই ব্যক্তির অভিযোগপত্রে জানিয়েছেন, জামিনের আগেও তাঁর বোনের থেকে টাকা দাবি করেছিলেন ওই মহিলা। মহিলা তাঁর অফিসে অভিযোগ করায় চাকরি হারাতে হয়েছিল তাঁকে। তিনি পুলিশকে আরও জানিয়েছেন, ২০১২ সাল থেকেই ওই মহিলাকে চিনতেন তিনি। ২০১৩ সালে তাঁর বিয়ে হয়। ওই ব্যক্তির অভিযোগ, তার পর তেমন যোগাযোগ না থাকলেও ২০২২ সাল থেকে হঠাৎ করে তাঁকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন ওই মহিলা। সেই প্রস্তাব নাচক করার পরই মুম্বইয়ের বোরিভালি ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। পুলিশকে ওই ব্যক্তি জানিয়েছিলেন, তিনি কখনই ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দেননি।
ওই ব্যক্তি আরও জানিয়েছেন, জামিনে জেল থেকে বের হওয়ার পর থেকেই একাধিকবার তাঁকে ফোন করেছিলেন ওই মহিলা। এবং তাঁর সঞ্চয়ের ব্যাপারে বিস্তারিত জানাতে চাপ দিচ্ছিলেন। এক কোটি টাকা দিলে ধর্ষণের অভিযোগ তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। ব্যক্তির অভিযোগ, শেষ বার করা ফোন কলে ওই মহিলা বলেছিলেন, ‘হয় টাকা দাও নয় জেলে পচে মরো।’ এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওই ব্যক্তি বোরিভালি আদালতে মামলা দায়ের করেv। সেই মামলার শুনানির পর আদালত পুলিশকে মামলা দায়েরের নির্দেশ দেয়। এর পরই মহিলা, তাঁর ভাই এবং আরও এখ ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….
আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া
রেলওয়ে আরআরবি গ্রুপ ডি নিয়োগ 202 5: 32,438টি শূন্যপদ, আবেদন করুনhttps://t.co/rgrAaYMhdT
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Clerk নিয়োগ 2025 : বিজ্ঞপ্তি বেরল, এখনই আবেদন করুনhttps://t.co/PIWUVuXIy7
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025