ধীরে ধীরে বাড়বে ঠান্ডার আমেজ ! বাংলায় কবে জাঁকিয়ে শীত ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Weather-13

Bangla News Dunia , Pallab : আজ থেকে ঠান্ডার আমেজ বাড়বে ৷ চলতি মাসের শেষে তাপমাত্রা আরও নামলেও শীত এখনও দূরেই ৷ এই সপ্তাহের বাকি ক’দিনে পারদ পতনের জোরালো সম্ভাবনা। অন্তত 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নামবে। ফলে হালকা ঠান্ডার অনুভূতি আরও একটু বেশি করে অনুভূত হবে। আবহবিদরা বলছেন, বাংলায় শীতকাল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে নয়।

আরো পড়ুন :- G-২০ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন প্রধানমন্ত্রী, যাবেন নাইজেরিয়া, গায়ানায়

নভেম্বরের প্রথমের দিক থেকেই উত্তর থেকে দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশা ও ধোঁয়াশার প্রভাব লক্ষ্য করা গিয়েছে। কিন্তু সেভাবে শীত অনুভূত হয়নি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা অন্তত 2 ডিগ্রি নীচে নামবে।

হাওয়া অফিস বলছে, এভাবেই শীত নামবে বঙ্গে। উত্তর-পশ্চিম দিক থেকে হাওয়া ঢুকতে শুরু করবে। ফলে সর্বনিম্ন তাপমাত্রা ফের নামতে শুরু করবে। আবহবিদরা বলছেন, চলতি মাসের শেষ সপ্তাহে শীতের আমেজ অনুভূত হবে। তবে বঙ্গে শীতকাল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে নয়। এখন শুষ্ক আবহাওয়া চলবে। সর্বনিম্ন তাপমাত্রার নীচে নামার মাধ্যমেই ঠান্ডার অনুভূতি মিলবে। বৃষ্টির কোনও ইঙ্গিত নেই। সাগরে কোনও ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার হদিশ নেই। ফলে সব মিলিয়ে গরম ঠান্ডা কুয়াশা মিলিয়ে শীত আসার প্রস্তুতি। #End

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

 

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন