Bangla News Dunia, Pallab : কিছুদিন আগে রাজ্যে একটি স্টিল কোম্পানির বিরুদ্ধে ৬ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতায় অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল সকাল তদন্তের অভিযান চালানো হয়েছিল। শুধু কলকাতা নয়, হাওড়া সহ ৩ জায়গায় তল্লাশি অভিযান করে তাঁরা। এবার সেই অভিযোগের প্রেক্ষিতেই আজ সকাল সকাল ফের ঘুমকাতুরে কলকাতায় তদন্ত অভিযান শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা ED।
আরও পড়ুন:– বিপাকে দিঘার ২৪টি হোটেল, বাসি খাবার বিক্রি, ধরা পড়ল আরও অনেক কিছুই
ফের কলকাতায় ED-র তদন্ত অভিযান!
সূত্রের খবর, ইতিমধ্যে আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা চক্রের হদিশ পেতে রাজ্যের ১০টি জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। আজ সকাল থেকেই বালিগঞ্জ, বাগুইআটি, নিউটাউন, সেক্টর ফাইভ সহ হাওড়ার একাধিক জায়গাতেও তল্লাশি অভিযান চালিয়েছে দল। জানা গিয়েছে কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে রয়েছেন কলকাতার এক ব্যবসায়ী। তিনিই নাকি, কলকাতায় বসে বিভিন্ন দেশের নাগরিকদের সফটওয়্যার পরিষেবা দেওয়ার নাম করে প্রতারণা করে চলেছে।
বিদেশিদের প্রতারণার জালে ফেলে বিপুল টাকা আত্মসাৎ
ED সূত্রে পাওয়া শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে যে ব্যবসায়ীর নাম উঠে এসেছে তিনি হলেন রাজেশ গোয়েঙ্কা। সফটওয়্যার পরিষেবা দেওয়ার নামে টাকা গায়েব করা হচ্ছিল। তাঁর বাড়িতেও অভিযান চালিয়েছে ইডি আধিকারিকরা। ভিআরএম বিজনেস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থাও কেন্দ্রীয় এজেন্সির নজরে রয়েছে। শুধু তাই নয় কলকাতায় কল সেন্টার খুলে কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকার নাগরিকদের সঙ্গে যোগাযোগ করা হতো। সেখানেও সফটওয়্যার পরিষেবা পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে প্রতারণা করে।
ভুয়ো কল সেন্টারেই লুকিয়ে রয়েছে রহস্য
জানা গিয়েছে প্রতারিত টাকাগুলি আবার ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে পাচার করা হয়েছে। অন্তত ২৫-৩০ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলেই সন্দেহ করছে ইডি। সেক্ষেত্রে নাকি কোনও র্যাকেটের ব্যবহার করা হয়নি। প্রায় ৩ ঘণ্টা ধরে জারি রয়েছে ED-র অভিযান। রাজারহাট, তোপসিয়া, পিকনিক গার্ডেন, সল্টলেক সেক্টর ফাইভ- এইসব জায়গাতেও পৌঁছে গিয়েছে ED- র আরেক টিম।
আরও পড়ুন:– বিরাট কর্মসংস্থানের সুযোগ, নতুন বিনিয়োগ হলদিয়া শিল্প তালুকে, জানুন এক ক্লিকেই